আচ্ছালামুআলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহ্..........
সবাইকে আমার পক্ষ থেকে শুছেচ্ছা!!!!!!!!!!
>>>>>>>>>>>টেকটিউনস্ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ<<<<<<<<<<<<<<
বরাবর,
টেকটিউনস্ কর্তৃপক্ষ
বিষয়: সার্চ বক্সটি ফিরিয়ে আনা প্রসংগে।
মহোদয়বৃন্দ,
সাম্প্রতিক কিছুদিন ধরে জামাআত শিবিরের হামলায় টেকটিউনস্ এর সার্চ বক্স টা মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। যেই সার্চ বক্স ছিল হাজার হাজার টিউনস্ প্রিয় সদস্যের নয়নমণি। এক হিসেবে তারা সার্চ বক্স টিকে নয়ন হিসেবেই ব্যবহার করেছেন। সার্চ বক্সটি হারিয়ে যাওয়ায় সার্চ বক্স প্রিয় প্রতিটি সদস্যই যেন দুৱখে দুখ্বানিত হয়ে গেছেন প্রায়।
অতএব, টেকটিউনস্ কর্তৃপক্ষের নিকট সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে যে, সকল সদস্যদের প্রতি লক্ষ্য রেখে সার্চ বক্স টিকে ফিরিয়ে দিলে উপকৃত হবে টিউনার সহ সকল সদস্যবৃন্দ।
টেকটিউনস্ প্রেমিকদের পক্ষে
-abdulhakim24
আমি abdulhakim24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম আমারও টেকটিউনস এর সার্চ বক্স প্রয়োজন । আপাতত আপনি যে টিউন খুঁজছেন সেটি গুগলে লিখে তার পাশে টেকটিউনস লিখে সার্চ দিবেন। EXA- walton primo 8 টেকটিউনস ।