আমি কিছুদিন আগে একটা কাজের জন্য একটা ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিই। আমি নিজে এ বিসয়ে মোটেও পারদর্শী নই, তাই একজনের সাথে কন্টাক্ট করে তাকে দিয়ে আমার সাইট টি তৈরি করানোর সিদ্ধান্ত নিই। সে আমায় wordpress দিয়ে সাইট টি মোটামুটি ভাবে করে দিলেও তা আমার মনের মত হয়নি। এখন সে বেশ কিছুদিনের জন্য বাইরে থাকায় আমি তাকে দিয়ে কাজ করাতে পারছিনা।
যার কারনে আমি নিজে নিজে অনলাইন এ বসে wix.com এর মাদ্ধমে মনের মত করে একটা সাইট তৈরি করেছি। কিন্তু বুঝতে পারছিনা যে আমার তৈরি করা সাইট টি কিভাবে আমি আমার ডোমেইন এ transfer করতে পারি।
যদিও এ বিষয়ে আমার কোনও অভিজ্ঞতা নেই তারপরও আমার মনে হচ্ছে যে এটা করা সম্ভব।
তাই অভিজ্ঞদের কাছে বিনিত ভাবে সাহায্য চাচ্ছি, plz কেউ একটু আমায় সাইট টিকে আমার ডোমেইন এ wordpress এ কিভাবে copy করে নিতে পারি তা একটু বলে দিন। আমার অনেক উপকার হবে।
আমি mahdihasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।