টেকটিউনারদের সাহায্য চাই। আমার netbook এ windows 7 সেটাপে সমস্যা!!
টেকটিউনে পাঠক ও লেখক বৃন্দদের সালাম জানাই। আমি সবসময় টেকটিউনে বিভন্ন বিষয়ে টিউটোরিয়াল দেখে নিজে অনেক কিছু শেখার চষ্টা করতেছি। আমার টিউন করার অভিজ্ঞতা কম।
তবে আজকে আমি আমার একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা টিকটিউনে শেয়ার করলাম দয়াকরে আমার বিষয়টি সমাধানে টিউনার ভাইয়েরা সাহায্য করবেন।
সমস্যাঃ আমার Samsung Netbook Model- NP-NF108 উইন্ডোজ XP সমস্যা থাকায় আমি উইন্ডোজ 7 সেটাপ দেই। কিন্তু পরবর্তীতে আর ওপেন না হয়ে বার বার ব্লু স্ক্রিন আসে। আমি কয়েক বার ওইন্ডুজ সেটাপ করি এতেও সমস্যার সমাধান হইতেছে না। তাই টিউনারদের কাছে সাহয্যের জন্য অনুরোধ জানাচ্ছি যারা সমাধানটি জানেন উত্তরটি জানালে আমি কৃতার্থ হবো। সকলেই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি rasel5680। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।