টোশিবা ল্যাপটপে বায়োস এর কোন অপশন চেঞ্জ করতে পারছি না ও বুট অপশন চেঞ্জ করতে পারছি না

প্লিয, আমাকে হেল্প করুন।

সমস্যা হচ্ছে, আমার ফ্রেন্ডের একটা টোশিবা ল্যাপটপ নিয়ে। এইটার মডেল নাম্বার হচ্ছে Satellite C850-B991। এইটার ইউজার পাসওয়ার্ড ও ভুলে গেছে। পাসওয়ার্ড ব্রেক করতে হবে। সো আমি একটা বুটেবল পেনড্রাইভ তৈরি করলাম। কিন্তু ইউএসবি থেকে ল্যাপটপ বুট করতে পারি না। টোশিবার নতুন ল্যাপটপে দেখলাম চালু হওয়ার সময় কোন বোতাম চাপলে বায়োস চালু হবে বা বুট মেনু আসবে সেই লেখাটা আসে না (গুগল ঘেটে বুঝতে পারলাম, Fastboot নামে বায়োসের একটা অপশন চালু রাখার জন্য নাকি এই লেখাটা শো করে না)। আমি F12 চেপে বায়োস এ ঢুকলাম। বুট মেনুতে গেলাম। উদ্দেশ্য বুট অপশন চেঞ্জ করব। মানে, ফার্স্ট বুট অপশন ইউএসবি, সেকেন্ড বুট অপশন অপটিকেল ড্রাইভ আর থার্ড বুট অপশন হার্ডডিস্ক রাখব। কিন্তু অপশনগুলা চেঞ্জ করতে পারি না। F5 বা F6 চাপলেও এইগুলার ভ্যালু চেঞ্জ হয় না। লেখাগুলা হালকা হয়ে আছে। মানে এইগুলা ফিক্সড। চেঞ্জ করা যাবে না!! আমি সিকিউরিটি ট্যাবে গেলাম। সেইখান থেকে বায়োস পাসওয়ার্ড চালু করলাম। ভাবলাম, এর ফলে আমি বায়োসের সব অপশন চেঞ্জ করতে পারবো। কিন্তু, কাজের কাজ কিছুই হইলো না, উলটা এখন ল্যাপটপ চালু হওয়ার সময় প্রতিবার বায়োস পাসওয়ার্ড চায়।

আমার প্রশ্ন:

১. কি করলে বুট অপশন চেঞ্জ করতে পারবো?

২. বায়োস পাসওয়ার্ড কিভাবে ডিজেবল করব? যাতে প্রতিবার ল্যাপটপ চালু হওয়ার সময় পাসওয়ার্ড না চায়?

প্লিয, ভাই, উত্তর জানা থাকলে হেল্প কইরেন। প্রেস্টিজ থাকবো না তাইলে।

Level 0

আমি রেজওয়ানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টার ফাস্ট ইয়ারের একজন ছাত্র। প্রযুক্তি ভালবাশি। মুভি দেখা আমার হবি। বই-ও পড়ি একটু আধটু। কম্পিউটার নিয়ে সময় কাটাতে বেশ লাগে। থাকি চট্টগ্রামে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস