ওয়ার্ডপ্রেস গুরুরা একটু আর্জেন্ট হেল্প চাই

টিটি এর সকল টিউনারদের আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি টিটিতে নিবন্ধন করি বেশ কয়েকমাস হল। তেমন একটা টিউন করা হয় নি,তবে টিটিতে নিয়মিত আসা হয়।

এবার আমার সমস্যার কথায় আসি,আমার নিজস্ব একটা ব্লগ আছে। বেশ ভাল মতয় কাজ করছিলাম,তবে সম্প্রতি একটা নতুন সমস্যার সম্মুখীন হলাম। সমস্যাটা হল আমার ব্লগ এ যারা লেখক আছেন,তারা মূলত ডেশবোর্ড এ প্রবেশ করতে পারছেন না। সমস্যাটা কয়েকদিন আগে থেকেই দেখা যাচ্ছে,এডমিন মোড এ সব ঠিক,কিন্তু যখনি রাইটার মোড এ যাচ্ছি ডেশবোর্ড এ প্রবেশ করা যাচ্ছে না,ডেশবোর্ড এ ক্লিক করলে পুনরায় হোমপেইজে চলে আসছি। আমি এর আগে ডবলু পি বেটার সিকিউরিটি ইন্সটল করি ওখানে লগিন লিঙ্ক ছাড়া ও বেশ কিছু অপশনে পরিবর্তন আনি। তবে পরে অবশ্য তা অপসারণ করি কিন্তু তারপর ও একি সমস্যার সম্মুখীন হচ্ছি। ওয়ার্ডপ্রেস গুরুরা ধ্রুত এই সমস্যাটার সমাধান চাই। দয়া করে কেন এটা হচ্ছে তা জানালে চরম রকমের কৃতজ্ঞ হব। ধন্যবাদ কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য,আশা করি খুব ধ্রুত টিপস পাব।

Level 0

আমি টেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@Alone boy: জী এডসেন্স পেলে তো ভালই হয়,আর আমার ওয়েবসাইটটা বাংলা কন্টেন্ট এর। তো এই ক্ষেত্রে আপনি যদি আমাকে গুগল এডসেন্স দিতে পারেন,তবে আমি কি ওই এদসেন্স ব্যবহার করে আয় করতে পারব? জানাবেন