আমার কতগুলো বিষয় জানার ছিল।আপনাদের যদি কারো এসব জানা থাকে তাহলে দয়া করে জানাবেন।আমার প্রশ্নগুলো হল
১.নোটবুক,নেটবুক ও ল্যাপটপের মধ্যে পার্থক্য কি?
২.প্রসেসর কি?core i3,i7,i5 এগুলোর এরুপ নামের কারন কি?i3,i5,i7 দ্বারা কি বুঝানো হয়েছে?
৩.আগের প্রসেসরগুলো থেকে এগুলোর পার্থক্য কি?
৪.প্রসেসর কি শুধু intel এরই হয়?
আমি Ranju.raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৪.প্রসেসর কি শুধু intel এরই হয়?
উঃ – না ভাই প্রসেসর শুধু ইন্টেল নয় বিভিন্ন কোম্পানী প্রসেসর তৈরি করে যেমনঃ AMD,Centaur Technology,IDT,Texas Instruments ইত্যাদি। আরো এখানে [url]http://www.indexoftheweb.com/Computer/CPU_Manufacturers.htm[/url]
৩.আগের প্রসেসরগুলো থেকে এগুলোর পার্থক্য কি?
উঃ – আরে প্রসেরস গুলোর তুলনায় অনেক পার্থক্য আছে বর্তমান প্রসেসর গুলোতে যেমনঃ বাস স্পিড,কোর সংখ্যা,ক্লক স্পিড,রেজিস্টার এর দিক থেকে বর্তমান গুলো আগের তুলনাতে অনেক উন্নত।
১.নোটবুক,নেটবুক ও ল্যাপটপের মধ্যে পার্থক্য কি?
উঃ- এখান থেকে একটু কষ্ট করে পড়ে নিন [url]http://wiki.answers.com/Q/What_is_the_difference_between_a_netbook_and_notebook[/url]