আমি Framaroot try করেছি কোনো কাজ হয় নি। আমি আমার মোবাইলের ডিটেলস নিচে দিয়ে দেয়েছি দয়াকরে Andriod Expert রা সাহায্য করুণ।
OS | : | Android OS, v4.1 (Jelly Bean) |
Processor | : | Dual-core 1 GHz, MediaTek MT6577 |
GPU | : | Adreno 203 or Power SGX531 |
Internal Memory | : | 4 GB storage, 512 MB RAM |
External Memory | : | microSD, up to 32 GB |
আমি abuhanifraju। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহায্য করার চেষ্টা করার জন্য ধন্যবাদ সবাইকে। আমি আমার সেট রুট করেছি এবং root Checker Pro ও Root validition সফটওয়্যার দিয়ে Check করেছি এবং rooted Software ব্যবহার করছি। এক কথায় অসাধারণ চাইলে Unroot করতে পরবো। তবে PC দিয়ে করতে হয়েছে আর Phone এর Driver লেগেছে যা ZTE সকল মোবাইল Data Cable দিয়ে Connect করলে Plug And Play Drive এ দেওয়া থাকে।
আর যে সফটওয়্যার গুলো এখনো ZTE V807 বা Blade C root করতে পারে না সেগুলো হল Unlock Root Free or PRO Version may be 4.11, Farameroot 1.3-1.8 কোনটাই কাজ করে না, Z4Mas তো একেবারে কাজ করে না। তাই রুট করছি একটা China Software দিয়ে, আষা করি এটা দিয়ে আমাদের দেশের সকল China Re-Banded Set, ZTE and Hawuie রুট করা যাবে। আর আমি টিউন করতে পারলাম না কারণ ছবি যথা স্থানে বসাতে পারি নি, তবে আমি Word file করে রেখেছি কারো লাগলে আমাকে ইমেই করবেন আমি অবশ্যই Email করে পাঠিয়ে দিব। আমার ইমেলঃ [email protected] এবং Facebook : https://www.facebook.com/abuhanifraju