ওয়ার্ডপ্রেস এর একটি সমস্যার সমাধানে আপনাদের সহযোগিতা কামনা করছি।

প্রিয় ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ভাইয়েরা,  ওয়ার্ডপ্রেস এর একটি সমস্যার সমাধানে আপনাদের সহযোগিতা কামনা করছি।সমস্যাটি হল আমি একটি থিম তৈরি করেছি, সবকিছু ঠিকঠাক আছে কিন্তু Author পেজে ব্লগারের নাম, রেজিস্ট্রেশন তারিখ এবং মোট পোস্টের সংখ্যা শো করবে, ব্লগারের নাম, রেজিস্ট্রেশন তারিখ দিয়েছি কিন্তু মোট পোস্টের সংখ্যা দিতে পারছি না, এর কোড codex.wordpress.org এ অনেক খুজেছি পাচ্ছি না।কোডটি কারও জানা থাকলে প্লিজ শেয়ার করুন।

আপনাদের বুঝার জন্য একটি স্কিনশট এবং টেকটিউনের একটি পেজের লিংক দিলাম।

https://www.techtunes.io/tuner/saifulmd_0

 

উল্লেখ্য: পোস্টে Author এর নামে ক্লিক করলে এই পেজটি আসে।

Level 0

আমি hossain_1ts। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার জানা নাই কিন্তু আমি একটা সমস্যায় পড়ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে পোস্ট করা হয় বাংলা সময় এবং তারিখের যায়গায় বাংলা ইংরেজি এক সাথে আসে যেমন ৮ ডিসেম্বরের যায় আসে ৮th এটা কি করে সমাধান পাবো? আর সাইটের টাইটেল নেম পরিবর্তন করব কিভাবে?