সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে কোন ভুমিকা ছাড়াই শুরু করছি।
প্রিয় টেক-টিউন্স ও টিউনারদের নিকট একটি ছোট্ট সমস্যা নিয়ে উপস্থিত হলাম আর তা হলো এলে আমার একটি সাইট আমি alexa সাবমিট করেছি, কিন্তু সেটিকে ছাড়টিফাইড করতে পাছিনা। আমি সাবমিট করার সময় সব কিছুই সম্পন্ন করেছি এবং ফ্রি ট্রায়াল একমাস একটিভ হয়েছে, নিচে যে কোড দেওয়া ছিলো সেটাও সম্পন্ন করেছি। তথাপি আমার সাইট সারটিফায়েড দেখাচ্ছেনা। আর সাইট স্ক্যান করলে নিচের ছবির মতো দেখাচ্ছে।
তা হলে কি ফ্রি ট্রায়ালে সারটিফাইড দেখায়না? না কি কোন ভুল আছে? এ বিষয়ে সিহযগিতা মুলক সাজেশন আশা করছি। ধন্যবাদ সবাইকে।
আমি মিঞাঁ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।