WordPress এ বাংলা লিখতে প্রবলেম–সাহায্য চাই

পোস্ট এর শুরুতে সকল কে সালাম ও শুভেচ্ছা জানাই।

আমার চাওয়া--

১) আমার সাইট এ  যখন এডমিন হিসেবে আমি পোস্ট করব তখন যেন অভ্র দিয়ে বাংলা লিখতে পারি।

২) আমার সাইট এ যখন ইউজাররা পোস্ট করবে তখন যেন ইউজাররা বাংলায় পোস্ট লিখতে পারে।

প্রবলেম--

১) আমি এডমিন হিসেবে পোস্ট করার সময় অভ্র দিয়ে বাংলায় লিখতে গেলে তা বাংলায় আসে না, ইংরেজি তে আসে। কন ভাবেই বাংলা লিখা যাচ্ছে না।

*****অন্য জায়গায় লিখে সেটা কপি করে পোস্ট করা টা আমার পছন্দ না। ইউজার যেন ড্যাশবোর্ড থেকেই বাংলা লিখতে পারে*****

Level 0

আমি Sohag513। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Diploma in Engineering (Completed) Electronics Rangpur Polytechnic Institute, Rangpur 07-08


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস