সবাইকে আমার সালাম প্রথম এ, জীবনে প্রথম techtunes এ পোষ্ট করলাম, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তাহলে মূল কথাই আসি,
আমার একটি HP pavilion dv4 3106tx ল্যপটপ আছে। আমার ল্যা্পটপ এ windows 8.1 setup দিসি। কিন্তু setup দেবার পর সব driver ইন্সটল হয়,কিন্তু যখন ই আমি আমার graphic card এর driver ইন্সটল দিতে যাই,তখনই পরি বিপদে। ইন্সটল দেয়ার সঙ্গে সঙ্গে আমার laptop এর স্ক্রীন কাঁপতে থাকে,restart দিতে গেলে আর on হই না laptop। internet এ অনেক খোঁজাখুজির পরও কোনো graphics এর driver পাই না।
এখন আমি কি করব?
আমি Amit Kumar Dus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই লিংক থেকে উইন্ডোজ ৮ এর ড্রাইভার ডাউনলোড করে নিন : http://h10025.www1.hp.com/ewfrf/wc/document?docname=c03666764&lc=en&cc=us&dlc=en
উইন্ডোজ ৮ এর ড্রাইভার উইন্ডোজ ৮.১ এতেও কাজ করে 😀