ভাইয়ারা কেউ সাহায্য করুন বিপদে আছি

সবাইকে আমার সালাম প্রথম , জীবনে প্রথম techtunes পোষ্ট করলাম, কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

তাহলে মূল কথাই আসি,

আমার একটি HP pavilion dv4 3106tx ল্যপটপ আছে। আমার ল্যা্পটপ এ windows 8.1 setup দিসি। কিন্তু setup দেবার পর সব driver ইন্সটল হয়,কিন্তু যখন ই আমি আমার graphic card এর driver ইন্সটল দিতে যাই,তখনই পরি বিপদে। ইন্সটল দেয়ার সঙ্গে সঙ্গে আমার laptop এর স্ক্রীন কাঁপতে থাকে,restart দিতে গেলে আর on হই না laptop। internet এ অনেক খোঁজাখুজির পরও কোনো graphics এর driver পাই না।

এখন আমি কি করব?

Level 0

আমি Amit Kumar Dus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই লিংক থেকে উইন্ডোজ ৮ এর ড্রাইভার ডাউনলোড করে নিন : http://h10025.www1.hp.com/ewfrf/wc/document?docname=c03666764&lc=en&cc=us&dlc=en
উইন্ডোজ ৮ এর ড্রাইভার উইন্ডোজ ৮.১ এতেও কাজ করে 😀

ধন্যবাদ আল আমিন ভাই,,,ভাই hp.com এ আমার model এর সব driver আছে কিন্তু graphics এর driver নাই।

thanks vai,,,amar lagbe na @Alone boy

Level 0

ভাই, উইন্ডোজ পাবলিশ হওয়া মাত্রই থার্ড পার্টি হার্ডওয়্যার ড্রাইভার পাবলিশ করা সম্ভব হয়না। আপনি দয়া করে রোলব্যাক করে Windows 7 এ ফিরে যান এবং অপেক্ষা করুন । নতুবা HP এর Technical support এর সাথে যোগাযোগ করুন (এটি বেশ ফলদায়ক!)। এছাড়াও অন্যরা এ সমস্যায় কি করছে তা support forums এ খুঁজে দেখুন।
***ব্যক্তিগতভাবে আমি এখনও Windows XP ব্যবহার করি। কারণ একটাই- ড্রাইভার কম্পিটিবিলিটি।