আমার ৪/৫টি এডসেন্স সাইট আছে। কিন্তু সেগুলো কোনটাই কোন কাজের না। আসলে আমি বিভিন্ন লেখা পড়ে পড়ে সাইটগুলো বানিয়েছি। মূল উদ্দেশ্যছিল শেখা। আমার কিছু সাইট আছে যেগুলোতে বিজ্ঞাপন কোড বসানো সত্তেও বিজ্ঞাপন শো করে না। যেমন http://kobitarkhata.blogspot.com সেখানে শুধুই Solar Energy Charityএর একপি বিজ্ঞাপন শোক করে এবং লিংক গুলোতে Google দ্বারা বিজ্ঞাপণ এর সম্পর্কে বিজ্ঞাপন দেখুন: লেখা ছাড়া আর কোন বিজ্ঞাপন আসে না। এখন আমি চাই আমার সবগুলো সাইট বাদ দিয়ে নতুন করে সাইট বানাতে ও বিজ্ঞাপন বসাতে। আমি কি করে আমার সাইটগুলোকে মুছে দিতে পারি?
আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai khub valo hoese, thank yoy.