এ্যাডসেন্স বিড়ম্বনা। অভিজ্ঞরা একটু হেল্প করুন।

আমার ৪/৫টি এডসেন্স সাইট আছে। কিন্তু সেগুলো কোনটাই কোন কাজের না। আসলে আমি বিভিন্ন লেখা পড়ে পড়ে সাইটগুলো বানিয়েছি। মূল উদ্দেশ্যছিল শেখা। আমার কিছু সাইট আছে যেগুলোতে বিজ্ঞাপন কোড বসানো সত্তেও বিজ্ঞাপন শো করে না। যেমন http://kobitarkhata.blogspot.com সেখানে শুধুই Solar Energy Charityএর একপি বিজ্ঞাপন শোক করে এবং লিংক গুলোতে Google দ্বারা বিজ্ঞাপণ এর সম্পর্কে বিজ্ঞাপন দেখুন: লেখা ছাড়া আর কোন বিজ্ঞাপন আসে না। এখন আমি চাই আমার সবগুলো সাইট বাদ দিয়ে নতুন করে সাইট বানাতে ও বিজ্ঞাপন বসাতে। আমি কি করে আমার সাইটগুলোকে মুছে দিতে পারি?

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai khub valo hoese, thank yoy.

    হে ভাই এটা কি কমেন্ট করেছেন !! আপনারা কি দেখে কমেন্ট করেন বলুন ত

    সত্যিই তো , বকুল ভাই কি দেখে কমেন্ট করেছে !!!!

    কিছুদিন যাবৎ দেখতেছি টেকটিউন্সে কিছু টিউন হইতেছে যাকে টিউন বলা যায় কিনা আমি বলেতে পারছি না,নির্দিষ্ট কিছু টিউনার ছাড়া এখন আর খুব একটা ভাল টিউন হয়না।আবার অনেক কমেন্টার আছে যারা কোন টিউন পাইলেই ধন্যবাদ,ভাল হইছে,চালাইয়া যান ইত্যাদি কিছু রেডিমেট কমেন্ট করে দেয় ঠিক মতন টিউনটা পড়েকিনা আমার যথেষ্ঠ সন্দেহ আছে,এরফলে টিউনাররাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন কারন গঠন মুলক সমালোচনা না হলে কিন্তু টিউনাররাও বুঝতে পারছেন্না উনাদের কোথাও ভুল হইতেছে কিনা।তাই আমি সকলকে অনুরোধ করব যারা টিউন করেন আপনারা একটু ভাল মানের টিউন করার চেষ্টা করবেন যাতে আপনার টিউন হইতে আমরা উপকৃত হইতে পারি আর কমেন্টার দেরকেও বলব একটু দেখে শুনে এবং বুঝে কমেন্ট করার চেষ্টা করবেন এতে টিউনারগন উপকৃত হবে এবং আমরা আরো ভাল ভাল টিউন পাব।
    বি,দ্রঃ-দয়া করে কেউ ব্যক্তিগত ভাবে আমার কথাটা নিবেন্না।

    আর যাই হোক না হোক মজা পাইলাম।
    কানার হাতে টর্চ লাইট আর কি!!!
    বিঃ দ্রঃ-দয়া করে কেউ ব্যক্তিগত ভাবে আমার কথাটা নিবেন্না।

    এখানে এলোমেলো বাতাশ বইছে ……. আসলে আমাদের সকলকে টিউন এবং কমেন্ট এর প্রতি মনোযোগ দেওয়া উচিত ।

আপনি সাকিল আরেফিন ভাইয়ের earnhelp.com সাইটে ভিজিত করে দেখতে পারেন ।
ওই খানে এসব সকল সমস্যার সমাধান পাবেন।
http://earnhelp.com

বাংলা সাইট এ গুগল এডসেন্স প্রদর্শন করে না ।

বাংলা সাইটে ভালো বিজ্ঞাপন দেখায় না ট্রিকস করে ভালো বিজ্ঞাপন দেখাতে হয় https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6811/ এই টিউনটা দেখুন

আমিও https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6811এটিউন টার কথা বলতাম

ঘটনা খারাপ। ভাই, adsense site মানে কি? এর মানে কি আপ্নি adsense বিষয়ে সাইট বানাইসেন নাকি adsense এর code বসাইসেন শুধু?

adsense আপ্নার ব্লগ এর কন্টেন্ট এর উপর base করে ad প্রদরশন করে। কন্টেন্ট জদি হয় বাংলায়, adsense কেম্নে আপ্নার কন্টেন্ট কড়বে? বাংলায় সাইট বানাইলে তাই search engine এও কম পাওয়া জায়… atleast english search er jonno paoa jay na. apni english e blogging korle google ad dibe.

blog delete korte chaile dashboard e dekhen. aro details jante chaile google e “how to delete blogspot blog” likhe search den.

GOOGLE IS YOUR BEST FRIEND TO LEARN ANYTHING

    Level 0

    ধন্যবাদ। কমেন্ট অনেক পাইছি কিন্তু আমার কাজে লাগার মতো কোনটাই না। আপনি অন্তত আমার সমস্যা নিয়ে কথা বলেছেন। এজন্য আপনাকে আবারো ধান্যবাদ।

    অন্যদের বলছি। কথা নায়, কাজ চাই।

আমি বলেছিলাম দয়া করে কেউ ব্যক্তিগত ভাবে আমার কমেন্ট নিবেন্না কিন্তু তারপরও আপনি যখন প্রশ্ন করলেন তাই বলছি,আমি খুব একটা বেশি কমেন্ট করিনা অনেক টিউনে দেখবেন আমার কমেন্ট নাই এবং আমি সব সময় একটু বিস্তারিত কমেন্ট করার চেষ্টা করি তাই যেখানে মনে করি কমেন্ট করার উচিৎ আমি সেখানে কমেন্ট করি এটা আমার একান্ত ব্যক্তিগত ইহাতে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নাই।অনেকে দেখবেন নিজের বিজ্ঞাপন প্রচার করার জন্যই শুধু টেকটিউন্সে কমেন্ট করে এই জন্য অনেকের আইডিও বাদ করেছে কর্তৃপক্ষ,আমি কোদিন সেই রকম করিনাই করবওনা।আশা করি এই কমেন্টও ব্যক্তিগত ভাবে নিবেন্না,ধন্যবাদ আপনাকে।

আমার ঘটনাটা অনেকটা আপনার মত। তবে আমার ধারনা আপনার গুগল এ্যডসেন্স একাউন্ট চালু হয়নি। তাই মনে হয় সোলার এ্যড দেখা যাচ্ছে।
ভাল করে খেয়াল করুন। তবে আমি এই বিষয়ে আপনাদের মতই অনেকটা অভিজ্ঞ। প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন।

ভিজিটর প্রয়োজন হলে:
http://diganto.com.nu/index.html

এলার্ট পে টাকা ফ্লেক্সি করতে
http://diganto.com.nu/FlexiLoad.html

সব্যসাচী ভাই , আতাউর রহমান ভাইতো কখনো যুক্তিহীন কমেন্ট করে না । আর কমেন্ট যুক্তিপূর্ন ও যথাযথ হলে তাতে কোন ভূল নেই বলে আমার ধারনা । বি,দ্রঃ- দয়া করে কথাটা খারাপ ভাবে আমার নিবেন্না।

অল্প বিদ্যা যেন কি?

ভাই এডসেন্স থেকে এডব্রাইট ভালো Go to ::www.rafsanchowdhury.blogspot.com for more