Dear tuners,help me to solve pc problem if know………

ব্যবহার করছি core i3 desktop computer কিন্তু শান্তি পাচ্ছিনা ব্যবহার করে কারনঃ
১।হঠাত করে কম্পিউটার চলা অবস্থায় স্ক্রিন নিল বর্ণ ধারন তখন আর কোন কাজ করা যায়না ।
২।স্ক্রিন এ লেখা আপনার কম্পিউটার এ নতুন হার্ডওয়্যার অথবা সফটওয়্যার সঠিক ভাবে ইন্সটল হইনি ।আপনি আপনার system administration এর সাথে যোগাযোগ করুন অথবা নতুন করে ইন্সটল দিন ।
৩।আপনি কম্পিউটার এর bios setting ............ (আর মনে আসছেনা)।
৪। please wait calculating your crash damping memory.......
1..2...3.....50.....100
৫। কম্পিউটার উপরের লেখা গুলো প্রায় সিরিয়ালি বলে থেমে যায়( সম্ভবত হাং হয়)।
৬।এরপর কোন কাজ করা যায়না কম্পিউটার এর পাওয়ার কড (electricity disconnect ) না করা পর্যন্ত ।
৭। computer again start (power on) করলে শুরুতেই লেখা দেখায় windows has discovered an unexpected error .
৮।মজার ব্যাপার হচ্ছে বেশি হয় যখন আমি কোন sign up / registration করি ।
৯।আগে intel motherboard ব্যবহার করতাম তখন এই সমস্যা ছিল সেটা নষ্ট হবার পর এখন msi motherboard ব্যবহার করি কিন্তু সেম প্রবলেম করে ।
আমি দুঃখিত banglish ব্যবহার করার জন্য তবে আমার সমস্যাটা বোঝানোর জন্য অ্যান্ড সব কিছু আমার নিজের মনে না থাকার জন্য overall  একটা ধারনা দেয়ার চেষ্টা করেছি ।
১০। এখন কথা এটা hard crash হবার পূর্ব লক্ষণ ? কারন একবার ও seta crash
করেনি যদিও motherboard,monitor একবার করে damage  হয়েছে !!!
কেও কি আমাকে painful situation থেকে মুক্তির উপায় বলতে পারবেন ??? please try to solve at least once !!!

Level 0

আমি sumonfts। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apni ki graphics card use koren external?taile driver install den tik moto..dorkar hole driver update koren..ar tao na hoile windows den..ki windows use koren bolen nai…

Level 0

prothomei dhonnobad janassi response korar jonno. ami kono extra graphic card use korina and ami windows 7 use kori.koekbar windows diye motherboard change koreo same problem .amr RAM onek beshi use hoi normal obosthai.kono kichu na use korleo prai 45-50% usage dekhai.fole pc onek slow thake.

Level 0

prothomei dhonnobad janassi response korar jonno. ami kono extra graphic card use korina and ami windows 7 use kori.koekbar windows diye motherboard change koreo same problem .amr RAM onek beshi use hoi normal obosthai.kono kichu na use korleo prai 45-50% usage dekhai.fole pc onek slow thake.RAM er bapare kono poramorsho thakle bolen

Level 0

অনুমান করছি বেশ কিছু বিষয়- “নীল বর্ণ স্ক্রিণ” বা Blue Screen of Death “সাধারণত” র‍্যাম সংক্রান্ত কারনে হয়ে থাকে (memory dump)। আপনি অনুগ্রহ করে ট্রায়াল এন্ড এরর (trail & error) ভিত্তিক সমাধানের চেষ্টা করুন। প্রথমত: পরিচিতজনের কাছ থেকে র‍্যাম পরিবর্তন করে দেখুন। এসময় মাদারবোর্ড থেকে যাবতীয় এক্সপানশন কার্ড (যেমন: সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড) খুলে রাখুন। মাদারবোর্ডের বায়োস থেকে আপনার ভোল্টেজ কম্পোনেন্টগুলো পরীক্ষা করুন। দেখুন CPU core voltage, 12V, 5V, 3.3V যথাযথ আছে কিনা। মাদারবোর্ডে এধরণের ইউটিলিটি না থাকলে আপনি CPU-Z (www.cpuid.com/softwares/cpu-z.html‎) ইন্সটল করুন এবং এর মাধ্যমে চেক করুন। অসামঞ্জস্যপূর্ণ মনে হলে পরিচিতজনের কাছ থেকে পাওয়ার সাপ্লাই পরিবর্তন করুন।
স্বাভাবিক অবস্থায় যখন কোন প্রোগ্রাম রান করা হয় না তখন সচরাচর CPU ৫% থেকে ১৫% পর্যন্ত ব্যবহৃত হতে পারে যা আপনার ক্ষেত্রে অস্বাভাবিক। খেয়াল করুন কোন প্রসেসটি বেশিরভাগ CPU ব্যবহার করছে (Task Manager দ্রষ্টব্য)। এটি কোন সিস্টেম প্রসেস কিনা খেয়াল করুন। আপনি Windows 7 এর অন্য ইন্সটলেশন কপি ব্যবহার করে দেখুন। ক্র্যাকড কপিতে এ সমস্যাটি দূর্লভ নয়।

আমি র‍্যাম ও পাওয়ার সাপ্লাই পরিচিতজনের কাছ থেকে ধার নেবার জন্য অনুরোধ করছি কেননা অনুমান ভিত্তিক সমাধান দেবার ক্ষেত্রে প্রতিটি বিষয়ই বিবেচনায় আনা প্রয়োজন, তাই ট্রায়াল এন্ড এরর বেসিসে সমাধানের ক্ষেত্রে ডিভাইস/কম্পোনেন্ট কিনে কিনে পরীক্ষা করার অপচয়ের শামিল হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কখনই কম্পিউটার বন্ধ করার জন্য পাওয়ার কেবল ডিসকান্ট বা আনপ্লাগ করবেন না। হ্যাং অবস্থায় বন্ধ করার জন্য আপনার কেসিং এর পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখুন বন্ধ হওয়া পর্যন্ত (৫~১০ সেকেন্ড)।