নতুন ব্রডব্যান্ড সংযোগ নেয়া সংক্রান্ত বিষয়ে সহযোগীতা চাচ্ছি

আমি মোহাম্মদপুরের নূরজাহান রোডের T ব্লকে থাকি ।
ব্রডব্যান্ড কানেকশান নিতে চাচ্ছিলাম ।
কম খরচে বেশী স্পীডের আনলিমিটেড প্যাকেজের ব্রডব্যান্ড সংযোগ ব্যাবহার করতে চাই । (ছাত্র হিসেবে, আমার অবস্থা তো বুঝতেই পারছেন)
কিন্তু আমি আদৌ জানি না, কোন সবচেয়ে ভাল সার্ভিস দেয় ।
তাই আপনাদের কাছে সহযোগীতা চাচ্ছি,
যদি আমার বাসার আশেপাশের "ভালো সার্ভিস দেয় এরকম ISP"  (তাদের ঠিকানা ও মোবাইল নাম্বার সহ)সম্পর্কে আমাকে জানাতেন,
তবে খুবই উপকৃত হোতাম ।
আশা করছি আপনাদের সহযোগীতা পাবো ।

Level 0

আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি উনিক এ কানেকশন ব্যাবহার করি, অনেক ভাল। ১০০০ টাকায় ১ এমবি এর বেশি পাবেন। ওদের টা ব্যাবহার করেন। ০১৬৭৩০৫৫৯৭৬ আমি যতদূর জানি ওদের অখানে কানেকশন থাকার কথা, ফোন দিয়ে সুনে নিন।

Level 0

মোহাম্মদপুরের জন্যে tetrasoft খুব ভালো হবে …… contact নম্বর টা নাই কিন্তু আশেপাশে খোজ নিলেই জানতে পারবেন।