আমি মাইক্রোসফটের ড্রিমস্পার্ক থেকে পাওয়া ভিজুয়াল বেসিক ২০০৮ এক্সপ্রেস এডিসন ব্যবহার করছি। আমি একটি প্রোগ্রাম তৈরী করতে চাইছি যেটার মাধ্যমে কী-প্রেস দিয়ে ড্রাম সাউন্ড বাজবে। সেইটা হলও। কিন্তু এতে কয়েকটা সমস্যা আছেঃ
*একসাথে দুইটা কী প্রেস করলে যেকোনো একটা বাজে।
*একটা কী-প্রেস করলে আগের সাউন্ড বন্ধ হয়ে যায় এবং পরেরটা বাজে।
কারওকি সমাধান যানা আছে? থাকলে প্লীজ সাহায্য করেন। সফটওয়্যারটা আমার খুবই দরকার। নিচে আমি যে কোড ব্যাবহার করেছি তা দিলামঃ
Public Class Form1
Private Sub Form1_Load(ByVal sender As System.Object, ByVal e As System.EventArgs) Handles MyBase.Load
End Sub
Private Sub Form1_KeyDown(ByVal Sender As Object, ByVal e As System.Windows.Forms.KeyEventArgs) Handles Me.KeyDown
If e.KeyCode = Keys.A Then
My.Computer.Audio.Play(My.Resources.BELLTREE, AudioPlayMode.Background)
End If
If e.KeyCode = Keys.B Then
My.Computer.Audio.Play(My.Resources.BONGO3, AudioPlayMode.Background)
End If
If e.KeyCode = Keys.D Then
My.Computer.Audio.Play(My.Resources.BUZZ, AudioPlayMode.Background)
End If
End Sub
End Class
আমার প্রোগ্রামিং সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নেই। এতটুকু কোড বের করতে আমার জান কয়লা হয়ে গেছে। আশা করি সাহায্য পাব।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।