আসসালামু আলাইকুম
টৈকি ভাই, আশা করি ভাল আছেন। আমি ও ভাল আছি তবে গতকাল থেকে মনটা অনেক খারাপ। কারণ একটাই সেটা হচ্ছে টেকি ভাই আপনি। অবাক হচ্ছেন???? জানি আমার কথা শুধুই আপনাদের হাসির থোরাক হবে, তারপরেও আমি বলবো।
আমাদের দেশে অনেক বেকার ছেলে আছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। সবাই এই ব্যাপারে না জানলেও আস্তে আস্তে সবাই এই দিকে ভীড় জমাচ্ছে। আপনাদের ভাষাতেই বলি যে, সবাই প্রযুক্তির সুরে মেতে উঠতেছে।
তথ্য প্রযুক্তিতে কেউ কোনদিন একা একা পথ চলতে পারে না, এথানে দরকার সহযোগীতা, উদারতা এবং বন্ধুত্ব সুলভ আচারণ। তবে এ ধরনের ব্যাবহার যদি আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের যারা প্রযুক্তিতে অনেক বড় হয়েছে তাদের কাছ থেকে না পায়, তাহলে কার কাছ থেকে পাবে???????????????????
আপনারা প্রযুক্তিতে অনেক আগানো, আপনাদের উচিত একটু বড় মনের হওয়া!!!!!!!!!!!!!! আপনাদের সঙ্কীর্ণমনা আচারেণে আমার অনেক লজ্জা লাগে।।।
আমি আপনাদের এখানে পোস্ট করে যদি আমার সাইটে ভিজিটর বাড়াই, তবে আপনাদের ক্ষতি কোথায়???????? আপনাদের ভিজিটর তো কমছে না!!!! একটা কথা মানে রাখবেন হাতির খাবারে পিঁপড়া মুখ দিলে হাতির খাবার কমে যায় না!!!!!!!!!!!!!!!!!!
আমরা বাংদেশী ছেলে, নিজের দেশের প্রযুক্তির কাছেই যদি আমরা একটু হেল্প না পাই তাহলে কোথায় পাব???????
অথচ, আপনারা আমারে এতো হেল্প করেছেন যে, আমি যাতে আর পোস্ট না করতে পারি, এই জন্য আমার আইডিটাকে Athor থেকে subscriber করে রেখেছেন!!!!!!!! বাহ! কি চমৎকার আমাদের বড় বড় প্রযুক্তি ব্যক্তিদের আচারণ!!!!!!! আমার আইডি tahmid1993 একটু দেইখেন কি করছেন। কত বড় মন আপনাদের।।।।
বহির্বিশ্বে যত বড় বড় প্রযুক্তি ব্যক্তিত্ব বয়েছে, তারা কিন্তু একা একা এতদুর আসতে পারে নাই। আপনারা যত পান ততই চান।।।
একটা খুব বলতে ইচ্ছা করছে, আমি অনেক ছোট কিন্তু ছোট হলেও অনের পারিচিত অপরিচিত মানুষকে ওডেস্ক আইডি খুলে দিছি এমনকি ১০০% করে ৪-৫ টা এক্সাম ও দিয়া দিছি। যা সম্পূর্ণই ফ্রি!!!!!!!!!!!!!!!!!!!!
আপনারা তো কাউকে হেল্প করেন না, করে আমাদের মত ব্লগাররা। আমি অনেক দিন ভেবেছি যে, হয়তো আপনারা ও অনেক বড় মনের মানুষ!!!!!! আপনাদের ও মানুষকে হেল্প করার মতো মহৎগুন আছে।।।। কিন্ত একটা কথা ভুইলা গেছিলাম,
”ভাবছি তব ওপার যাব
সাহায্যের ই তরে,
এখন দেখি ওপারেরা
না খেয়ে মরে।”
তবে ভয় নাই আপনারা না খাইয়া মরবেন না।
ভাল থাকবেন। যদি আমার কথায় কষ্ট পান তবে ক্ষমা চাই।।। আপনাদের কষ্ট দেওয়ার জন্য লিখি নাই, বরং আমি আপনাদের থেকে কষ্ট পাইয়া লিখছি।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আমার আইডি থেকে যদিও তেমন পোস্ট করি না তবুও গত ঈদের আগের রাতে টিভিতে প্রচারিত ঈদের অনুষ্ঠান সূচী নিয়ে একটি পোস্ট করেছিলাম। তার পরের দিন দেখি আমারও একই অবস্থা। 🙁 অবশ্য আমারো উচিত হয়নি প্রযুক্তি বিষয়ক সাইটে ঈদ এর অনুষ্ঠান সূচী নিয়ে পোস্ট করার। কিন্তু আমি দেখেছি সেই সময় থেকে এখনো পর্যন্ত টেকটিউন্সে প্রযুক্তির বাইরেও অনেক রকম টিউন হচ্ছে। যাই হোক, সামান্য এই অপরাধের জন্য বিনা নোটিশে আমার আইডি “subscriber” করে দেওয়া হয়েছে। আবার কমেন্টের সাথে টিউন সম্পর্কিত লিঙ্ক যুক্ত করে দিলেও তা মুছে দেওয়া হয়েছে যা স্প্যামিং এর আওতায় পড়ে না। যেহেতু ভুল টা আমারই তাই আমি অভিযোগ করছি না বা কোনো অনুরোধ করছি না শুধুমাত্র জানিয়ে রাখলাম। নীতিমালা ভঙ্গ করলে আপনারা ইচ্ছে মতন ব্যবস্থা নিতে পারেন তবে, নগন্য অপরাধে কাউকে মৃত্যুদণ্ড দেওয়াটা অমানবিক :)। আর অপরাধ বড় কিংবা নগন্যই হোক না কেনো, নীতিমালা ভঙ্গ করার জন্য আমি দুঃখিত।