teletalk 3g help চাই ।

আমি নতুন টেলিটক থ্রিজি Youth Package কিনি ও এর Promotional Offer 2gb_512kbps ব্যবহার শুরু করি। এটা আমি মোবাইলের পাশাপাশি কম্পিউটার এ Bluetooth দিয়ে dial-up করে ব্যবহার শুরু করি। কিছুক্ষন ব্যবহার করার পর বার বার Auto Disconnect হয়ে যায়। আবার connect করতে হয়। আশানরুপ speed ও পাচ্ছিনা। এভাবে আমি আগে GP 2g 1GB চালিয়েছে কখনও এমন হয়নি। আমার মোবাইল nokia n97. network dual mode. আমার কম্পিউটার এ Dial no *99# দিয়ে করেছিলাম। ১২১ এ কল দেবার পর তারা বলল no hobe *99***1# . কিন্তু এটা ব্যবহার করার পর ও একই সমস্যা হচ্ছে। প্লিজ আপনারা কেউ হেল্প করেন।

Level 0

আমি সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami 5Gb use kortese kono problem nai 1mbps speed pai.apne dual mode ke only 3g mode a click kore tarpor use korun.karon dual mode a 3g enble hoy na

    @সবুজ ভাই: vai etao try korci…auto disconnect hoy….network problem ki hote pare?

মোবাইল এর Settings থেকে Network Mode “3G only/ WCDMA only” সিলেক্ট করে দেন , আশা করি সমস্যা দূর হবে ।