গত কয়েকদিন ধরে উইন্ডোজের পাশাপাশি লিনাক্স উবুনতোর সর্বশেষ ভার্সনটি চালাচ্ছি কিন্তু উবুনতোতে ইন্টারনেট ব্রাউজ করতে পারছিনা। উল্লেক্ষ যে আমি গ্রামীনফোনের মডেম ব্যবহার করি। আমার কম্পিউটারের (উবুনতো) ডেস্কটপে গ্রামীনফোনের আইকন দেখাচ্ছে। কিন্তু ইনিস্টল হয় না। তাছারাও উবুনতোতে গান শুনতে পারছিনা। তাই আপনাদের কাছে সাহায্য চাইছি। দয়া করে কেউ সাহায্য করুন।
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জন্টি জ্যাকালোপ পর্যন্ত মডেম লাগালে মডেম ইন্সটলের প্রকৃয়া অটোমেটিক চালু হতো। কিন্তু তার পরের ভার্শনগুলো থেকে হচ্ছে না। প্রকৃয়াটি খুব সহজ এবং আগের মতোই, শুধু দুই ক্লিকে ম্যানুয়ালী চালু করতে হয়। উপরের বারের নেটওয়ার্কের আইকনে ক্লিক করে মডেম এড করার অপশন পাবেন।