আসসালামু আলইকুম,টিটির বন্ধুরা। নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভাল। আমি মুলতঃ একজন হার্ডওয়ার টেকনেশিয়ান। তবে কাজ করিনা। একটি বৈ-
দেশিক মেডিকেল চেকাপ সেন্টারে রিশেপসনিস্ট হিসাবে কাজ করি। কিন্তু তথ্য-প্রযুক্তির দিকে বরাবরই টান বেশি। তাই এবার সিদ্বান্ত নিলাম ভাল কোন প্রতিষ্টান থেকে ওয়েব ডেভেলপিং টা হাতে-কলমে করে নেব। তাই চট্টগ্রামে ভাল প্রতিষ্টানের খবর জানার জন্য আপনাদের দ্বারস্ত হলাম। দয়া করে আমাকে ভালো ওয়েব-ডেভেলোপিঙ্গের প্রতিষ্টানের সন্ধান দেবেন বলে আশা করছি। আল্লহ আপনাদের সুখে-শান্তিতে রাখুন। আমীন ছুম্মা আমীন।
আমি অবশ্যয় গুগুলের ব্লগস্পট সম্পর্কে ভালো জানি আর আমার একটি ব্লগ আছেও।
আমার ব্লগ
আমি আরিফ মোঃ ফোরকান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple man................
আমি বাংলাদেশের এই বৃহত্তর সাইটের আনেক আগে থেকে সদস্য হলেও এখনও কছু লিখার ভাগ্যে হয়নি। আজ আপনাদের একটু সাহায্য দরকার। জানা থাকলে সাহায্য করুন প্লিজ। আমি নোকিয়া সি৫ ও সিম্পনি W65 ব্যবহার করি। নোকিয়া সি৫ ফোনের নেট কি সিম্পনি ফোনে ব্যবহার করতে পারব? নোকিয়া ফোনে ওয়াইফাই নেই। যদি কারো জানা থাকে জানাবেন।