আমি টেকটিউনস এ নতুন, আমি ক'দিন ধরে দেখতেছি যে একজন ভাইয়া টেকটিউনস এ
কিভাবে উইন্ডোজ এক্সপি'র UNATTENDED ইন্সটল করা যায় তা জানাচ্ছেন। কিন্তু
আমি জানতে পেরেছি যে উইন্ডোজ এক্সপি কে এমন ভাবে হ্যাক করা যায় যাতে করে উইন্ডোজ
ইন্সটল করার সময়ই স্বয়ংক্রিয়ভাবে মাইক্রোসফট অফিস/পাওয়ার ডিভিডি/ভি এল
সি/ফায়ার ফক্স/ক্রোম/অভ্র/ফক্সিট/জিম্প ইত্যাদি সফটওয়্যার ইন্সটল হয়ে যাবে। এতে
আমাদের মুল্যবান সময় আর খাটুনি বেঁচে যেত। ঠিক যেমনটি উবুন্টু তে হয়।
প্লিজ প্লিজ ভাইয়ারা অন্তত কেউ একটু কষ্ট করে আমার টিউনটার জবাব দেবেন। সমাধান পেলে
খুব খুশি হব। কোনো টিউনার যদি এরই মধ্যে এভাবে উইন্ডোজ কে ইন্সটল দিয়ে থাকেন প্লিজ
জানাবেন। উইন্ডোজের সাথে সাথে কি কি সফটওয়্যার ইন্সটল হবে তা ঠিক করার একটা
সফটওয়্যার ও নাকি আছে, অইটার সম্পর্কে কেউ কিছু জানলে জানাবেন। ভাল হয় যদি
একটা লিঙ্ক দেন।
আমার এত রিকোয়েস্টে বে-আদবী নিবেন না।
ভাল থাকুন।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
আপনি হিরেন বুট সিডি ব্যবহার করুন।এটা দিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে প্রথমে Windows XP ইন্সটল করে তারপর আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার ইন্সটল করতে হবে।এরপর হিরেন বুট সিডি দিয়ে আপনার Windows ইন্সটলেশন ড্রাইভের ব্যাকআপ নিয়ে পরবর্তীতে আবার যখন Windows Setup দিতে হবে ,তখন ফরম্যাট করে ব্যাকআপটি Restore দিলেই হবে।এভাবে ব্যাকআপ Restore দিতে আপনার কেবল ৫-৭ মিনিট সময় লাগবে :D।তাছাড়া হিরেন বুট সিডিতে আপনি Partition ফরম্যাট দেবার সফটওয়্যার সহ আরো অনেক অনেক Important সফটওয়্যারও পাবেন।
http://www.hirensbootcd.net/download.html
উপরের লিঙ্ক থেকে Zip ফাইলটি ডাউনলোড করে Extract করুন এবং তা একটি Blank CD তে রাইট করুন।CD তে রাইট করার জন্য আলাদা কোন সফটওয়্যার লাগবে না।Zip ফাইলের ভেতরেই রাইটের জন্য অপশন পাবেন।আর রাইট করার আগে একবার “Read me” অংশটি পড়ে নেবেন 😀