KMPLayer থেকে বিরক্তিকর adds remove করুন একদম সহজ উপায়ে।

KMPLayer একটি জনপ্রিয় সফটওয়্যার । এর শেষ version গুলোতে একটু পরপর বামদিকে বিরক্তিকর অ্যাড আসে, সত্তিই বিরক্তিকর। এগুলো থেকে মুক্তি পেতে আমি আপনাদের সহজ উপায় স্ক্রিনশট এর মাধ্যমে বর্ণনা করব। 

যত্তসব জামেলা

  1. প্রথমে kmplayer close করুন।
  2. C/windows/system32/drivers/etc   ফোল্ডার এ প্রবেশ করুন।
  3. hosts ফাইল এ right click করে properties এ যান।
  4. properties>security>edit>users>check all boxes to Allow.click OK and close it.
  5. এখন  hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন।
  6.     127.0.0.1 player.kmpmedia.net         1 থেকে t পর্যন্ত code টি কপি  করে notepad এর শেষ লাইন এ অ্যাড করুন।
  7. save and exit.

আপনার কাজ সেস।নিচে স্ক্রিনশট দেখুন।

properties এ যা করবেন

highlited code টি add করুন

Level 0

আমি zakirh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কাজ হয় না,
কিছুক্ষণ চলার পরে আবার add !!!

Level 0

Thank’s vai.আমার অন্য একটি সমস্যা সমাধান করে দেন pls.আমি pandora kmplayer 2.9.4.1435 ব্যবহার করি।যদি একসাথে অনেক গুলো গান play করে player টি কে monitor এর এক কোনায় রেখে দেই তবে গান বা video টি শেষ হয়ে যখন পরের গান টি আসে তখন player টি আবার monitor এর মাঝে চলে আসে।দয়া করে সাহায্য করুন যাতে player টি যেখানে রাখবো সেখানেই যেন থাকে।