সবার পরামর্শ চাই অ্যান্ড্রয়েড 3G মোবাইল কেনা জন্য।

সবাইকে প্রথমে আমি আমার সালাম জানাই। আশা করি সবাই ভাল আছেন।

আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

----------------------------------------------------------------------------------------------------

আজ আমি গ্রামীণফোনের একটি ওফার দেখলাম যে,

তারা নাকি 4,850/- টাকায় 3G মোবাইল বিক্রি করছে। নাম: Maximus MAX907

এই সেটের কনফিগার হচ্ছে

First Arrival                  :            October, 2013

Memory                         :            512MB Internal, 256MB RAM

Memory Card Slot       :            MicroSD card slot Expandable up to 32GB

Bluetooth                      :             Yes, v3.0, EDR, A2DP

USB                                :             Yes, microUSB

Infrared                         :             No

Status                             :             Available

Display                          :              3.5" TFT HVGA(320px * 480px) Capacitive Full Touch

Talk Time                     :                7 Hours

Stand By                       :                300 Hours

Other Features            :                Dual SIM Dual Standby, Android 4.2.2 (jelly bean),

Dual Core 1.2 GHz Processor, 1500mAh Battery,

Accelerometer, GPS, Skype, Google Talk, Facebook,

Twitter, YouTube (upload), Google Search,

Google Maps, Gmail

আমি এই মোবাইলফোনটি কিনতে চাচ্ছি আপনারা কি বলেন। কেমন হবে মোবাইল ফোনটি?আর এই মোবাইল কি 3G USB মডেম হিসেবে ব্যবহার করা যাবে? যারা ব্যবহার করছেন তারা কেমন মনে করছেন?

আর হ্যা এটা আমার 1ম টিউন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি ARIF। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিউ

    Level 0

    @Torikul Meherpur: হ্যা নিই

ভালো হবে। তবে আমি ওয়ালটোন এর পক্ষ পাতি

    Level 0

    @Torikul Meherpur: ভাই ওয়ালটোনের তো দাম বেশি তাই আরকি।

এন্ড্রয়েড ফোনে র‍্যাম কম থাকলে ব্যবহার করে শান্তি নাই। ২৫৬ তে আপনি বড়জোর ১৭০ মেগাবাইট available পাবেন। যেই মোবাইল কিনবেন সেই মোবাইলে যেন মিনিমাম ৫১২ মেগাবাইট র‍্যাম থাকে।

    Level 0

    @মুশফিকুর রহমান আবীর: ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

ওয়াল্টন স্লো হয় না। কিন্তু Maximus MAX907 স্লো হয়

    Level 0

    @Torikul Meherpur: ভাই কম দামের মধ্যে ওয়াল্টন এর ভাল কোন মডেল আপনার জানা থাকলে বলেন।

Level 0

কিন্তে পার । তবে HD
গেইম খেলতে পারবা না

    Level 0

    আপনাকে ধন্যবাদ জানানোর জন্য।

vai budget bashe thakle ai phone kenen na, parle aktu time neya valo set kenen,

    Level 0

    @Kaushik-Mirza: ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য। i phone কেনা আমার পক্ষে সম্ভব না। মানে এত বাজেট নাই। যেইটার কথা বলা হয়েছে তার দাম 4,850 টাকা। আর একটু বেশি দামের মধ্যে যদি ভাল পাওয়া যায় তার কথা বলেন।

vai amar mote china nile walton nan. walton e valo hobe ami samsung galaxy y use kori ram kom tai moja nai vai. waltom primo f2 ta valo hote pare price-6990/-

Level 0

symphony w68 nahle walton f3 dekhen.ai max 907 nea 2din por abar akta tune krben.

    Level 0

    Thanks

    @mahinfakir: vai ar dam to 8400 tk uni chasa 5000 tk ai

      Level 0

      Vai apne jeta bolsen tar model koto?

    Level 0

    Vai Symphony W68, Kemon kaz kora, slow to kora na to?

ভাই যদি এই সেট কিনেন তাহলে রুট করতে গেলে বুঝবেন ।

    Level 0

    @bditblog.com: ভাই এই রুট জিনিস টা কি? রুট করলে কি হয় আর না করলে কি হয়? একটু বুঝিয়ে বলবেন।
    ধন্যবাদ আপনাকে।

Root mane bolte paren copyright break kora typ er….root korle apni kisu extra shubidha paben…mane kisu bindings theke mukti paben

Soby onek helpful.. Thanks to all…
Symphoy w68 or primo f2 valoi hobe, I think

    Level 0

    @Dew Oof Dark: Thanks, Primo f3 kemon hoba?

Level 0

256MB RAM তা এই 256MB RAM দিয়া কি করা যায় ?? 😛

ভাইয়েরা ৭০০০/-টাকার মধ্যে কোন সেট ভালো হবে কারো জানা থাকলে বলেন প্লিজ…
ও আর একটা কথা, আমি টেকটিউনস্-এ আমার প্রোফাইল পিকচার এ্যাড করতে পারছিনা। দেখতেই পারছেন প্রোফাইল পিকচারে একটা কার্টুনের পিকচার এ্যাড হয়ে আছে। প্রোফাইল পিকচারে আমার নিজের পিকচার এ্যাড করবো কিভাবে কেউ দয়া করে জানাবেন প্লিজ…..

Level 0

Walton primo f2 neta paren. Price 6990/-

Level 0

আরিফ ভাই- জীবনেও Grameen এর মোবাইল কিনার চিন্তা করবেন না । শালারা চিটার । আমি কিনছিলাম ১২,১৬০ টাকা দিয়া Grameen Phone Crystal. Out looking ছাড়া পুরাই 3rd class .

    Level 0

    ধন্যবাদ ভাই সহযোগীতা করার জন্য।

Level 0

hello Arif, amar mone hoi akon jara class Six e pore tarao Android o ROOT somonde valo jane. ar niger cok takle asepase takalei to deka jai kon set ta kemon kaj korse ..Ar Android e RAM er je ki dorkar ta jara use kore tarai jane. apni ki RAM ki tao janen na naki. Thanks……….

হাতের মুঠোয় 3G. এজন্য অনেকেই Smart Phone কিনতে চান। যারা Samsung Galaxy Core কিনতে চান তারা আর কিনেন না। Samsung Galaxy Core নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার মতো বিপদে না পড়েন।
আমি গত 17/09/2013 ইং তারিখে একটি Samsung Galaxy Core কিনি। এরপর থেকেই বিভিন্ন সমষ্যা দেখা দিতে থাকে (যেমন- ব্রাউজিং, গ্যালারীতে ছবি দেখা এবং গেম খেলার সময় হ্যাং হয়ে যাওয়া) এছাড়াও ব্যাটারীর সমষ্যা তো আছেই । তারপর আমি গত 02/10/2013 ইং তারিখে ধানমন্ডি এ.আর প্লাজা (সামস্যাং এর কাষ্টমার কেয়ার) এ নিয়ে যাই। তারা আমাকে বললো আগামি 04/10/2013 তারিখে এসে আপনার ফোন সেট টি নিয়ে যাবেন। 04/10/2013 তারিখ সকালে +8809612300300 (স্যামস্যাং কেয়ার এর নাম্বার) থেকে কল দিয়ে বললো আপনার সেট টি ওকে আছে এসে নিয়ে যান। এর পর আমি কেয়ার সেন্টারে যাই এবং সেখান থেকে বললো আপনার সেট টি এখনও ঠিক হয় নি দুই দিন পরে এসে নিয়ে যাবেন। এর পর 06/10/2013 তারিখে আমি +8809612300300 নাম্বারে ফোন দিলাম তারা বললো আপনার সেটটি ওকে আছে এসে নিয়ে যেতে পারেন। যথারীতি আমি সেটটি আনতে এ.আর প্লাজাতে যাই কিন্তু সেখানে যাবার পর তারা বললেন আপনার সেট টি তে IMEI দেওয়া হয় নি । তাই আপনাকে আমরা সেট টি দিতে পারছিনা। (চিন্তা করেন মেজাজ টা কেমন গরম হতে পারে আর কেমন সার্ভিস)। তারপর তারা বললেন আগামী 30/10/2013 তারিখের আগে আপনাকে সেটটা দিতে পারছিনা। 30/11/13 তারিখে যাওয়ার পরে বললো যে ডাটা কেবল দিয়ে IMEI দিতে হয় তা আমাদের কাছে নেই । ইন্ডিয়া থেকে আনতে হবে আপনি আরো কিছুদিন অপেক্ষা করেন। এই হলো স্যামস্যাং এর সার্ভিস। কথা, কাজ ও সার্ভিসের কোন মিল নেই। যতটুকু জানতে পারলাম স্যামস্যাং এর বাংলাদেশে সার্ভিস খুব একটা ভালো না। তারা বাংলাদেশের সার্ভিস নিয়ে মাথাঘামায় না। এজন্য যারা আমার মতো Samsung Galaxy Core কিনেছেন তারা সার্ভিস নিতে গেলে ভেবে নেবেন। আর যারা কিনতে চান তারা দয়া করে কিনবেন না। আর পারলে স্যামসাংকে বাদ দিয়ে অন্য ব্রান্ডের ফোন কেনার চেষ্টা করুন। আমি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে তারা অনেকে লুমিয়া বা Xperia নিয়ে ভালো আছে।
বিশেষ করে বাংলাদেশী যারা তারা আমার মতো বিড়াম্বনায় পড়তে না চাইলে স্যামস্যাং কিনেন না।

Level 0

@ all vaiara :: apnara to onek vlo montobbo korlen plz amar akta problem sollution diben ki kau?
ami NOKIA LUMIA 520 kinte chai. bt ar details somporke kisu bujtasi na. hoito apnar oneke use koren? jader exprience ase tara please amai aktu bolun ata kmn. andriod thake ki vlo hobe naki… r apps kamon?
plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz

এনড্রয়েড নেবেন ১. র‌্যাম ২. ব্যাটারী ৩. প্রসেসর ৪. সেন্সর ৫. ডিসপ্লে এই ৫ টির উপর নির্ভর করে। কম বাজেটে শুধু ১ আর ২ দেখার অপশন থাকবে ৩, ৪, ৫ এগুলো বাছাই করতে বাজেট বাড়াতে হবে। প্রথমত এনড্রয়েডের এপসগুলো ইন্সটল হয় র‌্যামে তাই র‌্যাম না থাকলে অ্যাপ ইন্সটল দিতে পারবেন না। ইন্টারনাল মেমরী আর মেমরীকার্ড 32 গিগা সাপোর্ট করলেও লাভ নাই। সবাই এনড্রয়েড ব্যবহার করে মুলত নানা এপস ব্যবহার বা গেম খেলার জন্য। এরজন্য র‌্যাম প্রয়োজন। চাইনিজ ফোনগুলোতে GPS কাজ করেনা। কম্পাস আছে বললেও Magnetic সেন্সর থাকেনা, তাই কম্পাস কাজ করেনা। প্রক্সিমিটি সেন্সরসহ অন্যগুলো সস্তার কারণে ততটা মজবুত হয়না। এরপরও কম বাজেটে চাইনিজ ফোনগুলো নেয়া হয় দামের কথা বিবেচনা করে। ওয়ালটনের চাইনিজ রিব্রান্ড করা ফোনগুলো ভাল। যেকোন এনড্রয়েড নষ্ট হলেই সেট ফেলে দেয়া ছাড়া অন্য কিছু করার নাই কারণ কেউই এনড্রয়েড ঠিক করার ক্যাচালে যাবে বলে মনে হয়না। ফি আমানিল্লাহ বলে যা খুশি কিনে ফেলুন।

    Level 0

    @নেট মাস্টার: via symphony w82 kemon. r GPS ke ata deya keep kora hoy. doia kora Jana ben.