আমার কয়েকজন পরিচিত লোক ওয়েবে কাজ করে, তারা এসবের ব্যাপারে দক্ষ। কিন্তু তারা এব্যাপারে আমাকে বলতে বা সাহায্য করতে চায় না। তাই আমি আপনাদের শরণাপন্ন হলাম।আমি জুমলার ব্যাবহার জানি কিন্তু এ বিষয়ে সঠিক ধারণা নেই, বিশেষ করে বাংলা ওয়েবসাইট বানানো যায় কিনা এবং ওই সাইটে এ্যাড দেওয়া যায় কিনা তা নির্দিষ্ট ভাবে জানিনা্।
আপনারা সাহায্য করলে খুবই উপকার হয়। আর জুমলার কিছু জোশ এক্সটেনশনের কথা জানান।
আর আমার কম্পিউটারে উইন্ডো সেভেন ইনস্টল করার পর জুমলা আপলোড করলে পুরো সাইটা আসেনা, খালি মেইনমেনু আসে। এ ব্যাপারে করণীয় কি?
আমি অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am now student in United international university(UIU). And studying in Electrical and Electronic Engineering(EEE).
সম্ভব। ইনষ্টল করার সময় স্যাম্পল ডাটা ইনষ্টল করে নিন। তাহলে মেনুসহ অন্যান্য আসবে।