এ ব্লগটির মূল লেখক নিঝুম মজুমদার। তার অনুমতি সাপেক্ষে কোন পরিবর্তন ছাড়াই টেকটিউনে টিউন করলাম। শুধুমাত্র তাকে সহায়তা করার লক্ষ্যে। এটি মূলত নাগনিক ব্লকে প্রকাশিত। লিংকঃ- http://www.nagorikblog.com/node/1303#comment-14585
প্রস্তাবনা ট্রস্তাবনা এগুলো ফেলে সরাসরি কাজের কথাতেই যাই । আগামী ২ জুন থেকে আমি একটি কাজে হাত দিচ্ছি যাতে প্রতিটি মানুষের সাহায্য একান্ত প্রয়োজন । রাজাকার-আলবদর দের বিচার শুরু হতে যাচ্ছে হয়ত শিঘ্রী । এই মুহুর্তে শুধু সরকার আর আইনজীবিরাই কাজ করবেন আর ভাববেন তা হতে দেয়া যায় না । এইটা এমনই এক যুদ্ধ যেখানে পুরো দেশের মানুষকে এক হয়ে আগাতে হবে । কেননা রাজাকার – জামাতরা সংগঠিত হচ্ছে । লন্ডন শহরেও জামাতের সর্দার আর তাদের চ্যালারা তৈরী হচ্ছে তাদের অর্থে পাশ করা ব্যারিস্টারদের নিয়ে । মিডিয়া ও বিভিন্ন জায়গায় তারা একত্রিত হচ্ছে খুব দ্রুত । সেই হিসেবে আমরা অনেকটা ঢিমে তালে এগুচ্ছি বলেই মনে হচ্ছে ।
আমি আগামী ২ জুন থেকে “রাজাকার নামা” নামের একটি বই লেখার কাজ শুরু করতে যাচ্ছি যা আমার লেখা বলে বিবেচনা করলে ভুল হবে । আমি মূলত এই পর্যন্ত রাজাকার-আলবদর, জামাত ও এই জাতীয় ঘরানার লোকদের পুরো ইতিহাস নিয়েই লিখতে বসছি । আমি আমার এস্টিমেটেড সময় বেঁধে রেখেছি এক মাস । এই লেখাতে আমাকে সরাসরি টাইপিং কিংবা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে সাহায্য করবেন আরবান গেরিলার সকল সদস্য ।
আইনগত বিষয়ে সাহায্য করবেন ব্যারিস্টার সিফাত আইরিন লিসা , এডভোকেট গোলাম বেনজীদ মজুমদার , ব্যারিস্টার ওয়াসেক চৌধুরী , ব্যারিস্টার হাবিবুর রহমান মোল্লা এবং ব্যারিস্টার ফাতেমা সিনহা । বয়সে সবাই তরুণ কিন্তু আমার বিশ্বাস মহান মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতায় এঁদের বিশ্বাস সীমাহীন ও চিন্তা শক্তিতে এঁরা অসামান্য । প্রত্যকের একাডেমিক ইতিহাস উজ্জ্বল এবং তাঁরা এই কাজটি করতে তীব্র প্রতিজ্ঞ ।
এই লেখাটি লিখবার ক্ষেত্রে আমি প্রাথমিক ভাবে যাদের লেখার উপর নির্ভর করে আগাব তারা হচ্ছেন, অমি রহমান পিয়াল, নুরুজ্জামান মানিক, এম এম আক্তার জালাল , হাসান মোরশেদ, আহমেদ সাঈদ , মাহবুব আজাদ হিমু, ষষ্ঠ পান্ডব, হসাইন বি ডি ১৯৭১, রেজোয়ান , রাসেল পারভেজের বদলে যাবার আগের কিছু লেখা, অধ্যাপক মুনতাসীর মামুন ,আসিফ নজরুল, শাহরিয়ার কবির এবং মুহাম্মদ জাফর ইকবাল এবং এই বিষয়ের উপর লেখা পত্রিকা,ওয়েব সাইট ও বইয়ের তথ্য সমূহ ।
এই লেখাটিতে মূলত প্রধান চেষ্টা থাকবে বাংলাদেশে শুরু হতে যাওয়া রাজাকার-আলবদর তথা মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আইনজীবি প্যানেলকে সরাসরি তথ্য ও উপাত্ত দিয়ে সহায়তা করা । এখানে লিপিবদ্ধ হবে ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত রাজাকারদের সকল ইতিহাস ও কর্মকান্ড । কোন রাজাকার যুদ্ধে কি অপরাধের সাথে যুক্ত ছিলো তার বিবরণ ও পরবর্তীতে তার সকল কর্মকান্ড । ১৯৭১ সালে তারা কার কার সাথে কি বৈঠক করেছে, কি করে তারা বাংলাদেশের মানুষকে বধ্যভূমিতে নিয়ে হত্যা করেছে সেগুলোও সব লেখার চেষ্টা করব । এও লিপিবদ্ধ থাকবে যে কি করে এই রাজাকাররা বিভিন্ন সরকারের সময় বেঁচে থেকেছে । কে তাদের আশ্রয় দিয়েছে । বঙবন্ধু শেখ মুজিবুর রহমান , মোশ্তাক, সায়েম, জিয়া, এরশাদ, খালেদা,হাসিনা প্রত্যেকেরি ভূমিকা নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করব ।
১৯৫ জন যুদ্ধপরাধীকে ছেড়ে দেয়া , সিমলা চুক্তি বা ত্রিদেশীয় চুক্তি,দালাল আইন,দালাল আইনের রিপিল বা রহিত করণ, সব কিছুরই ময়না তদন্ত হবে এই লেখায় । এই লেখাতে মহীয়সী নারী আমাদের মা জাহানারা ইমামের সকল চেষ্টা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সকল ইতিহাস ও তাদের কাজের বর্ণনা থাকবে ।
মানবতাবিরোধী না যুদ্ধাপরাধী এই বিষয়ে কিছু অকাল কুষ্মান্ড প্রশ্ন তুলেছে । সেগুলোর পরিপূর্ণ আইনগত ব্যাখা , পৃথিবীর এই পর্যন্ত যেসব যায়গায় যুদ্ধপারাধী বিরোধী আইন হয়েছে , বিচার হয়েছে, বিচার হচ্ছে কিংবা বাংলাদেশের মত পরিস্থিতি যেসব দেশে হয়েছে সেসব দেশের প্রচলিত যুদ্ধাপরাধী আইনসমূহের ব্যাখা দিবেন উপরে উল্লেখিত আমাকে সহায্য করবার জন্য রাজী হওয়া আইনজীবিরা । উদাহরণ স্বরুপ বলা যেতে পারে কম্বোডিয়াতে চলা বিচার , নুরেমবার্গ ট্রায়াল , আফ্রিকার আর অন্যান্য অঞ্চলে চলা ট্রায়াল,জাতিসঙ্ঘের অধীনে চলা ট্রায়াল ইত্যাদি । এই রাজাকারদের কেন বিচার হওয়া উচিত কিংবা না হলে কি হবে আইনের নিরিখে তারা চুল চেরা বিশ্লেষন হবে ।
অনেকে আজকাল হঠাত করেই তাদের অবস্থান পালটে প্রবল পাকি প্রেমিক তথা মানবতাবিরোধী ধুয়া তুলে হাজী মহসীন হবার চেষ্টা করছেন , এই জাতীয় পন্ডিত ও বুজুর্গদের জন্য থাকবে সে সময়কার পশ্চিম পাকিস্তানের মানুষের মনোভাব, ১৯৭১ সম্পর্কিত তাদের কথা, কোন কোন মানবতার পতাকাবাহীরা কি কি করেছেন তার বিবরণ । লন্ডন থেকে সংগ্রহ করা হবে দুইশ পাকি’র সাক্ষাতকার । তারা কি ভাবছে এই বিচার নিয়ে এবং একাত্তরে বাংলাদেশ সম্পর্কে তাদের মনোভাব ও এখন তারা বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে সেই তথ্য । সে সময়ে যুদ্ধের স্মৃতি ভালো ভাবে মনে আছে এমন কিছু পাকির সাক্ষাতকারও নেয়া হবে এই দুশ জনের মধ্যে ।
মোট কথা এই বইটি আপামর মানুষের জন্য এবং ট্রায়াল চলা কালীন সময়ে আইঞ্জীবিদের সকল ধরনের সাহায্যের জন্যই লিখিত হচ্ছে । এই বইটির মূল ফোকাস পয়েন্ট মহান মুক্তিযুদ্ধের সকল বিষয়ের উপর নয় । এটি মূলত রাজাকার-আল্বদর-জামাতীদের ঘৃন্য কর্মকান্ড ও তাদের পৈশাচিকতার বিবরণ ।
আপনাদের সকলের কাছে আমার শুধু এক্টাই প্রার্থনা আমাকে আপ্নারা এই কাজটি শেষ করতে সাহায্য করুন । যেভাবেই পারুন । হতে পারে তা তথ্য দিয়ে, ছবি দিয়ে,আপনাদের সরাসরি অভিজ্ঞতার কথা বলে,কোনো বই দিয়ে,কোনো লেখার লিঙ্ক দিয়ে,আপ্নার জানা কোনো মানুষের সন্ধান দিয়ে (যিনি আমাকে সাহায্য করতে পারবেন এই ব্যাপারে) । এই লেখাটির এক্টাই উদ্দেশ্য, তা হলো আপনাদের জানানো যে আপনাদের সাহায্য আমার দরকার । লেখার দুই সপ্তাহ আগে আপনাদের জানালাম যাতে করে আপ্নারা সময় নিয়ে আমাকে তথ্য দিতে পারেন ।
আপনাদের কাছে বিনীত প্রার্থনা করি , নাগরিক ব্লগ ,সচলায়তন , আমার ব্লগ , আমরা বন্ধু , চতুর্মাত্রিক , সামহোয়্যার ইন , সকল ব্লগের সকল পাঠক ও ব্লগারদের কাছে । এই একটি সময় এক হয়ে যাবার । দল মত আদর্শ পন্থা নির্বিশেষে আসেন এক হই । আজকে আমি শুরু করলাম উদ্যোগী হয়ে । কাল আপনি শেষ করবেন আমার অসমাপ্ত কাজ , আপনি না পারলে আরো একজন ।
আমি মুক্তিযুদ্ধের সময় জন্মাই নি । মুক্তিযুদ্ধ দেখিও নি ।জন্মেছি মুক্তিযুদ্ধের পরে । কিন্তু সে যুদ্ধের ছোঁয়া পরিবারে নিয়ে বেড়ে উঠেছি । আমার কৈশোর কেটেছে পাকি আর রাজকারদের প্রতি প্রবল ক্ষোভে আর ঘৃণায় । না দেখা অত্যাচার আর বারুদের গন্ধ আজও আমার নাকে এসে ধাক্কা দেয় । আমার মা-বোনদের ধর্ষন ও হত্যাকারী কিংবা আমার বাবা-ভাইদের হত্যাকারীরা বাংলাদেশের পতাকা নিয়ে গাড়ি দাবড়িয়ে বেড়ায়, এই অপমান আমাকে প্রতিটি রাতে কেটে কেটে চ্ছিন্ন করে । আপ্নারা আজ যদি আমাকে সাহায্য না করেন তাহলেও আমি এই নিঝুম মজুমদার এই বই লিখব, এই ইতিহাস লিখব । হয়ত তা খুব একটা শক্তিশালী হবে না । হয়ত তা দূর্বল হবে । কিন্তু কাজ শেষ হবেই হবে । রাসেল পারভেজের মত লোকেরা যেন আর বলতে না পারে আমাদের চেতনা হচ্ছে টানেল আই ভিশন রোগ যার উপকরণ হচ্ছে “ শখের মুক্তিযুদ্ধের প্রেম , এক চিমটি লবণ , এক মুঠো গুড় আর চোখের পানি মিশিয়ে ঘুটা”
সিদ্ধান্ত আপনাদের । একটি বার এক হলে সব কিছু ছার-খার করে ফেলতে পারব । বিশ্বাস করুন । শুধু একটিবার…PLEASE...
যে কোনো যোগাযোগের ঠিকানা- [email protected]
আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
[url=http://onubad.tutobd.com][img]http://tutobd.com/ad/onubad_ad2.gif[/img][/url]
আমরা সশ্রদ্ধ সালাম নিঝুম ভাইকে। অন্তর দিয়ে কামনা করি যেন তিনি সফল হন। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, কোন রাজাকারের নয়। অবশ্যই আমাদের সকলের সহযোগিতা করতে হবে। আমাদের উত্তর পুরুষেরা আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন তাদের বুকের রক্ত দিয়ে, আমাদের কাজ এখন সেই স্বাধীনতা পূণার্ঙ্গ রূপ দেয়া। কোন কিছু শেষ হয়ে যায় না, সময়ে সব কিছু আবার ফিরে ফিরে আসে। সফল হোক এ যাত্রা।