সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আমার একটা লেপটপ আছে, Fujitus Siemens 15”Germany. এটা বড় বলে আর ভালো লাগেনা। ভাবছি ছোট একটা লেপটপ কিনবো 9” or 10” বহনের সুবিধা জন্য। বাজারে গিয়ে দেখি সব লিপটপই চায়নার তৈরী। এখন যাদের লেপটপ সম্পকে ভালো ধারনা আছে তারাকি সাহায্য করবেন একটা লেপটপ কিনতে, যাতে করে একটা ভাল লেপটপ কিনতে পারি। আমার বাজেট ৫০০ ডলার। কোন মিনিলেপটপ কিনলে ভালো হবে প্লিজ। উল্লেখ্য আমি কিন্তু বাংলাদেশের বাহিরে থাকি।
ধন্যবাদ সবাইকে।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আপু আপনি hp-এর মিনি লেপটপগুলো দেখতে পারেন। তবে দাম আরও বেশী পড়বে। টিকবেও বেশীদিন।