লেপটপ কেনার ব্যপারে সাহায্য চাই

সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আমার একটা লেপটপ আছে, Fujitus Siemens 15”Germany.  এটা বড় বলে আর ভালো লাগেনা। ভাবছি ছোট একটা লেপটপ কিনবো 9” or 10” বহনের সুবিধা জন্য। বাজারে গিয়ে দেখি সব লিপটপই চায়নার তৈরী। এখন যাদের লেপটপ সম্পকে ভালো ধারনা আছে তারাকি সাহায্য করবেন একটা লেপটপ কিনতে, যাতে করে একটা ভাল লেপটপ কিনতে পারি। আমার বাজেট ৫০০ ডলার। কোন মিনিলেপটপ কিনলে ভালো হবে প্লিজ। উল্লেখ্য আমি কিন্তু বাংলাদেশের বাহিরে থাকি।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপু আপনি hp-এর মিনি লেপটপগুলো দেখতে পারেন। তবে দাম আরও বেশী পড়বে। টিকবেও বেশীদিন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে।

ঠিক বলসেন।hp এর জিনিস গুলা ভাল বেশি।পাশাপাশি dell এর মিনি laptop দেখতে পারেন।একটা কথা বলি।মনে কিছু কইরেন না।একটু বড় দেইখা laptop কিনেন।mini গুলা use কইরা তেমন শান্তি পাবেন না।আরো জানতে আপনি google search কইরা দেখতে পারেন।সহজে অনেক তথ্য জানতে পারবেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকও।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও।

Hp is good but you see first how many usb port in mini laptop. 13 inch laptop is better you can buy best quality mini laptop inside 500$

    Level 0

    আপনাকও ধন্যবাদ।

Level 0

আপু Laptop কেনার আগে ব্যাটারী ব্যাকআপ টাইম এবং কত সেলের ব্যাটারী সেটা জেনে নিন। তবে 6 Cell ব্যাটারীযুক্ত Laptop কেনা ভাল। আর একটি বিষয় Processor Cache Memory টা জেনে নিন, এটি যত

    Level 0

    —–বেশি হবে স্পিড তত ভাল পাবেন। আর মিনি Laptop গুলোতে রম থাকে না। এগুলো না কিনে ১৩” Laptop কেনাই ভাল। ব্যান্ড HP/ DELL ভাল।

    Level 0

    সবাইকে ধন্যবাদ। আসলে আমি এই রকমের তথ্য জানতেচেয়েছি, যেমন কোন বা কি ধরনের ব্যাটারি ভাল, Processor, Motherboard, all over hardware ধরনের তথ্য দিয়ে সাহায্য করবেন প্লিজ।

আপনাকে শুধু এটাই বলতে চাই ভুলেও 10/12″ ল্যাপটপ কিনবেন না।কারন কোন পেজ ই পরিপূর্ন দেখতে পারবেন না।শেষে কাঁদবেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে..।

আপনি http://www.computersourcebd.com তে দেখতে পারেন।এখানে hp,dell,Fujitsu,apple ব্রান্ডের ল্যাপটপ দাম সহ বিস্তারিত জানতে পারবেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও..।

    Level 0

    ধন্যবাদ আপনাকেও…….

আপনি যদি এই দুইটা টিউন দেখেন আমার মনে হয় অনেক উপকার পাবেন,-
https://www.techtunes.io/hardware/tune-id/23965/
https://www.techtunes.io/hardware/tune-id/23530/
ইহার একটাতে আপনার নিজের কমেন্টও আছে।

i-pad এর ব্যাপারে আপনার কি মত?

@Nurjahan::::i-pad এর ব্যাপারে আপনার কি মত?

@ Nurjahan:
i-pad এর ব্যাপারে চিন্তা করেছেন ?

    Level 0

    ভাই বাজেট হলো ৫০০ ডলার, তবে সেটাকে ৫৫০ করাযেতর পারে। ভাবছি নোকিয়ার দিকে যাবো, এখনো ঠিক করিনাই। ধন্যবাদ।

এত চিন্তা না করে এই site টা দেখতে পারেন -> http://device.ecrater.com/

এখানে বিশ্বের নামি দামি Brand এর (Dell, Sony Vaio, HP, Acer etc.) Laptop এত কম দামে (সব $450 এর মধ্যে ) দেয়, যে বিশ্বাস করা কঠিন । সব laptop একেবারে Brand new এবং Original. আমি একজন freelancer. Paypal এ টাকা জমিয়ে এই site থেকে গতমাসে একটা Laptop কিনেছি।

এরা ৭ দিনের মধ্যে FedEx বা DHL দিয়ে delivery করে কোন shipping cost ছাড়া। তবে problem একটাই….আর তা হলো company টি শুধু Paypal সাপোর্ট করে। অর্থাৎ, আপনাকে only Paypal (www.paypal.com) দিয়ে payment করতে হবে।

Site টি নতুন হলেও, তাদের service দেখে আমি অবাক । আপনি try করে দেখতে পারেন।

Level 0

Net booনেয়ার চেয়ে booktop/laptop নেয়াই ভাল