আমি একটা মবাইল কিনব আমার বাজেট হচ্ছে ২০,০০0-২৪,০০0এর মধ্যে। সাইফুল ভাই এর একটা টিউন পরে windows(লুমিয়া ৬২৫) ফোন কিনব বলে টিক করছিলাম। কিন্তু আমার এক ফ্রেন্ড বলল যে windows ফোন এর application নাকি ভাল পাওয়া যায় না। সে বলল সনি এর xpriea tx টা নিতে। আমি বুজতে পারছি না এই বাজেটের মধ্যে কোনটা আসলে ভাল হবে????????????
ভাই দয়া করে হেল্প কুরুন......symphony,micromax or walton কিনব না। আর 2nd hand তো না বললেই ভাল হয়...।।
আমি rasel4158। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই Android নেন। ANdroid এর মজাই আলাদা। আর আপনার বাজেট যেহেতু ভালো। তাই ব্রান্ডের কোন ফোন কিনুন যেমন-Samsung,Sony ইত্যাদি।