ভালো ! নাকি ভালো না ..Sony Xperia

কেমন আছেন সবাই

আশা করি ভালো আছেন, ভালো থাকলেই ভালো

দীর্ঘ ৩ মাস অনেক গবেষনা, চিন্তা- ভাবনা করে নীতিগত ভাবে Sony Xperia C   ক্রয় করার  জন্য মনকে ঠিক করেছি । এখন শুধু আপনাদের ছাড় পত্র পেলেই কিনে ফেলবো

ভাই জানরা আপনার একটি মন্তব্য আমার অনেক উপকারে আসতে পারে।

আমি আগে Android Use করিনি, তাই এই সম্পর্কে আমার জ্ঞান খুব বেশি না। Sony Xperia C  এর প্রায় সব কিছুই আমার ভালো লেগেছে ।

শুধু Problem একটা বিষয় নিয়ে তা হলো এর Internal Memory ।  Sony Xperia C তে Internal Memory মাত্র 4GB।  আমার মনে হয় User Available থাকবে মাত্র 1.8GB । External 32GB  পর্যন্ত Use করা যাবে।

এখন ভাই জাতির কাছে প্রশ্ন   হলো এই Internal 1.8GB কি Game & App install করার জন্য Enough কিনা ....
External Memory তে আমি Game & App Install করতে পারবো কিনা...?

Xperia C সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো: 

Display: TFT capacitive touchscreen, 16M colors

540 x 960 pixels, 5.0 inches (~220 ppi pixel density)

Memory: Card Slot: microSD, up to 32 GB

Internal: 4 GB, 1 GB RAM

Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash

Others: Android OS, v4.2.2 (Jelly Bean)

Battery: Li-Ion 2390 mAh battery

ভাই আরেকটা কথা Sony Mobile কোন শো-রুম থেকে কিনলে ভালো হবে

Level 0

আমি rahib parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

price koto??

আপনার Storage অপশনে গিয়ে চেক করতে হবে Defult Writie এ ধরনের কোন Option আছে কিনা। যদি থাকে আপনি 32 জিবি পর্যন্ত গেমস ইনসটল করতে পারবেন । আর এ অপশন না থাকলে পারবেন না । ১.৮ জিবি দিয়ে কোন হাই ইন্ড গেমসই Install দিতে পারবেন না। অন্য একটি উপায় হলো রুট করা। আর এত টাকা দিয়ে Sony না নিয়ে Sumsung নেন একটা ভালো কাজ অন্তন করবেন।

ভাইজানরে আমি একটা সাজেষ্ট করতে পারি, আপনি Sony Xperia T/TX নিতে পারেন।

    @আশরাফ: ভাই TX এর Battery ভালো না