প্রথমে সবাই আমার সালাম নিবেন।
আসলে আমি কোন হ্যাকার নই।আমার হ্যাক সম্পকে তেমন কোন ধারনা নেই।আমার একটি blog ছিলো,
blog টিতে প্রতিদিন ১২০০০-১৫০০০ ভিজিটর আসে।adfoc এর link ব্যবহার করতাম।
একজন পাকিস্তানি মাসে 300$ এ বিজ্ঞাপন দিতে চাই।কিন্তু সে আমার Top ১০ টি post Download link সম্পূণ্ মুছে দিতে বলে।
আমি রাজি হয়নি পরে সে নানাভাবে চেয্টা করে।
সে আমাকে keylogger দেয় আমি না বুঝে ran করি।
আমার ইমেল থেকে blog এর manager change করে তার ইমেল এ নিয়ে আমাকে Delete করে দেয়।
টি.টি তে অনেক অভিজ্ঞ ভাইয়ারা আছেন আমার প্রশ্ন ?
1.আমি কি Blog টি ফিরে পেতে পারি?
2.কোন ভাবে কি Blog টি Delete করতে পারি?
আপনাদের সকলকে ধন্যবাদ।ভূল করলে ক্ষমা করবেন।
আমি মো:আল-আমিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ নিয়ে আমি বেশ কয়েকটি ফোরামে ঘুরেছি । হ্যাক করে পাসওর্য়াড বের করতে চাওয়া মানে আপনি গুগুলের নিরপত্তা সিস্টেমকে চ্যালেন্জ করছেন । যা অনেক কষ্ট কর ব্যাপার । এককাজ করতে আপনাকে যেভাবে ফাদে ফেলেছে সেই ভাবে ফাদে ফেলতে পারেন ।