প্রথমে সকলকে সালাম জানায় এবং "আল্লাহ"-র কাছে দোয়া করি যেন সবাই ভালো ও সুস্থ থাকেন ৷
আমি টেকটিউনসে অনেক দিন থকে যুক্ত আছি ৷আপনাদের টিউনগুলো নিয়মিত পড়ি ও এ থেকে
আমি অনেক কিছু শিক্ষতে পেরেছি এবং অনেক উপকার পেয়েছি ৷কিন্তু দুখের বিষয় যে আমি এখন অবদি
কোন টিউন করতে পারিনি তবে চেষ্টা করবো ভবিষ্যতে টিউন করার ৷
আমার এক্সপাট টিউন ভাইদের কাছে এই লেখা ৷ কিভবে mob ফরমেট বই তৈরি করা যায় ৷
আমার Android Samsung Galaxy GT-S7562 মোবাইল আছে তাতে pdf ফাইল পড়তে
অসুবিধা হয় ৷ যদি কেউ এই বিষয়ে একটি টিউন করেন তাহলে খুব উপকার হয় ৷
আমার Email [email protected] তেও মেল করে পাঠাতে পারেন ৷
পরিশেষে লেখার মধ্যে ভূলভ্রান্তি থাকলে ক্ষমা করেন ৷
আমি Toton Sk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।