সবাইকে সালাম,
আশাকরি সবাই ভাল আছেন। কাজের কথায় আসি।আমি Nokia Lunia 520 কিনতে চাচ্ছি কিন্তু কেমন হবে জানিনা। জারা ব্যবহার করেছেন তারা দয়া করে আমাকে হেল্প করেন।
কেমন হবে?কোন কালারটা সুন্দর ? জারা ব্যবহার করেছেন সুধুমাত্র তাদের নিকট থেকে কমেন্ট আশা করছি। দয়া করে আমাকে হেল্প করেন।কিতজ্ঞ থাকব। বাংলা লিখতে problrm হউয়ার জন্য দুঃখিত।
আমি blackwarrior। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই বর্তমান আ্যন্ডরোইড বেশী চলতেছে । আমার মতে নকিয়া থেকে একটু ভাল নিউ ভার্সন আ্যন্ডরোইড ফোন বা ট্যাব কেনেন তাতেই ভাল হবে ।।।