গেম নিয়ে সমস্যায় আছি,সাহায্য চাই……

আমি অনেকদিন যাবৎ FIFA10 খেলছি।এতদিন ধরে গেমটি ঠিক-ঠাক ভাবেই চলছিল,কিন্তু গত কয়েকদিন ধরে আমার গেমটি খেলতে গিয়ে দারুণ বিপাকে পড়তে হচ্ছে!আমি গেম চালু করলে মেনু আসে ঠিকমত, কিন্তু গেম প্লে করলেই ঝামেলা হয়ে যায়।গেম শুধু একটু পরপর আটকে যায়,আটকে যাওয়া সময়ে কি ঘটল তা আর দেখা যায় না।তাই আটকে যাওয়ার আগে আমি আমার প্লেয়ার যেখানে দেখি,আবার চলা শুরু করলে দেখি গোল খেয়ে বসে আছি 😐 🙁 ।
এই ঝামেলা থেকে উত্তোরণ পেতে আমি উইন্ডোজের সব Junk ফাইল Remove করেছি,Registry repair করেছি,গেম Uninstall করে আবার Install করেছি, Drive space বাড়িয়েছি etc... etc..... তারপরও কাজ হচ্ছে না।আমি গেম খেলার সময় Game booster ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের Applicationগুলো বন্ধ করে খেলি,যাতে গেম Slow না হয়।পরবর্তীতে ওটা ব্যবহার না করে Task Manager দিয়ে অপ্রয়োজনীয় Application এবং Task বন্ধ করে Try করে দেখেছি,তাও একই ঘটনা ঘটল :-|।

এখন আমার মাথা সম্পূর্ণ Hang হয়ে বসে আছে :-|,কেউ জলদি একটা ব্যবস্থা করে দিন জলদি।Plz plz plz...........

Level 0

আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইজান আমার যতটুকু মনে হয় এটা আপনার VGA / PCI এর সমস্যা। এইগুলো একটূ ভাল করে দেখুন
ধন্যবাদ।
http://emdadblog.blogspot.com

    Level New

    আমিও তাই মনে করি, গ্রাফিক্স কার্ড সাপোর্টেড কিনা দেখা দরকার।

Level 0

১০০% সাপোর্টেড।কারণ,তা যদি না হতো তবে এতোদিন চললো কিভাবে!তাছাড়া আমি লিস্টে দেখলাম যে সাপর্টেড :-(,এখন আর কি করা যায় বলুন 🙁

brothers amake aktu help koren ami google chrome er dictionary add on ti shomporke bistarito jante chassi kivabe set korte hobe kivabr chalateeeee

e hobe….ami a shomporke akta tune dekhesilam ai khane but ami oita ar khuje passi na tai aktu help koren,………………plzzzzzzz

ভাই এক কাজ করেন।আপনার windows তা নতুন কইরা setup দেন।আপনার graphics card খুলে আবার pc-তে লাগান।তারপর latest driver সংগ্রহ করেন।driver install করে দেখেন।তারপর game setup করে খেলে দেখেন।কাজ হয় কিনা।পারলে RAM ,processor খুইলা লাগাইয়া দেখেন।মনে ত হই কাম হবার কথা।পারলে আবার কম্পিউটার -এর ভেতর তা ভালভাবে পরিস্কার কইরা নিতে পারেন।আপনার সম্পুরন হার্ডডিস্ক format করতে পারেন।দেখেন কাজ হয় কিনা।