টেকটিউনসে নানা সময় নানা জনকে হেল্প করেছি, যেটা জানি। অনেক হেল্প পেয়েছি। কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া আমার জন্য জরুরী। আশা করছি যিনি/ যারা জেনে থাকেন তারা সমাধান নিচে কমেন্টে শেয়ার করবেন। এতে আমি এবং পরবর্তীতে এই পোষ্ট দেখছেন এমন কেউ এসব সমস্যায় পড়লেও সমাধান পেয়ে উপকৃত হবেন।
একটা মালয়শিয়ান ভাষার ওয়েবসাইট ইংরেজিতে ট্রান্সলেট করতে চেষ্টা করছি। নিজের জন্য করা অত্যান্ত জরুরী। আমার ব্রাউজার গুগল ক্রোম। ওই সাইটে গেলে অটোমেটিক ভাবে সাইট ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য অপশন আসে। কিন্তু ট্রান্সলেট করার বাটনে ক্লিক করলে ''The translation failed because of a server error. Try Again'' বলে। Try again দিলেও একই ফলাফল। এর সমাধান কিভাবে পাবো? গুগল কিংবা অন্য কোনোভাবে হলেও সমাধান প্রয়োজন।
আরেকটি সাহায্য দরকার। একবার একজনের পিসিতে আমার পেন ড্রাইভ ঢুকানোর পর বাসায় এসে নিজের পিসিতে ঢুকিয়ে দেখি সব ফাইল ভেতরে শর্টকাট করা। এটা শুধু পেন ড্রাইভের সব ফাইলেই হয়েছে। পিসির অন্য ড্রাইভগুলো হয়নি। তবে সমস্যা হচ্ছে, স্ক্যান করিয়েও আমি পেন্ড্রাইভ শর্টকাট মুক্ত করাতে পারিনি। উপরন্তু আমার পিসিতে আমার অন্য আরো পেন্ড্রাইভ ঢুকানোর পর সেগুলোও ভেতরে সব শর্টকাট হয়ে গেছে। আমার পেন্ড্রাইভ ও পিসির ক্ষতি না করে কিভাবে এর সমাধান পেতে পারি? কারো তো অবশ্যই জানা আছে। জানিয়ে উপকৃত করবেন।
আমি M M Rizvi Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইঞ্জিনিয়ারিং পড়ছি। অনলাইনে সারা দুনিয়ার ঘটে যাওয়া বিচিত্র সব খবর দেখি। টেকটিউনকে দিয়ে দেখি প্রযুক্তির দুনিয়া। একা থেকে অভ্যস্ত, তাই একাকী সময় ভাল লাগে। কাউকে হেল্প করতে ভাললাগে। উপকৃত হয়ে সেই মানুষটির আমাকে ভুলে যাওয়া -ভাবতে ভাল লাগেনা ! এটা কারই'বা ভাল লাগবে!