হেল্প চাই।।।হেল্প চাই।।।হেল্প চাই।।।হেল্প চাই।।।

আমি উইনডোজ সেটাপ দিতে পারতেছি না। HDD এর ক্যাবল পরিবর্তন করছি। রাম ও পরিবর্তন করছি। Boot থেকে HDD priority 1 and 2 optical device এবং 2 optical device and 1 hdd দিয়েও দেখছি। তাও কিছু লাভ হচ্ছে না। বার বার লেখ উঠতেছে, "Reboot and Select proper Device "
কি করব কিছুই খুজে পাচ্ছি না। আমি হার্ডডিস্ক আরেকটি পিসি তে লাগিয়েছিলাম। এর পর থেকে এই সমস্যা। কেও কি আমাকে হেল্প করতে পারবেন? আমি Intel 67 board ব্যবহার করি।

Level 0

আমি ASHIK_SAJJAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাসের উপর জমে থাকা এক শিশির বিন্দু আমি। সবাই দেখে হাসে, যেমনটা আমি সবাইকে হাসাই। আসতে আসতে সময় বদলে যাচ্ছে। একদিন কাক ডাকা ভোরে আর ঐ ঘাসের উপর শিশির বিন্দু জমবে না। ঠিক আমিও হারিয়ে যাব চিরতরে। আর হয়ত হাসবে না কেও আমায় ভেবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। যা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটি পিসিতে আপনার HDD লাগিয়ে উইনডোজ সেটাপ করে নিন, পিসিটি আপনার বোর্ডের কোন কাছাকাছি মডেলের হতে হবে।
আশা করছি হয়ে যাবে, ট্রাই করে দেখতে পারেন