গতকাল সারাদিন আমার ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলি। আমার কাছে কার্ড রীডার ছিলনা তাই আমার বন্ধুর বাসায় যাই তার কার্ড রীডার দিয়ে ছবিগুলো আমার পেনড্রাইভে নিব বলে। কয়েকটা ছবি কপি হওয়ার পর কপি অনেক স্লো হয়ে যায়। তারপর আমি কপি বন্ধ করে তার কার্ড রীডার বাসায় নিয়ে আসি।।
বাসায় এসে পুনরায় পিসিতে কার্ড রীডার লাগানোর পর DCIM ফোল্ডারের ভিতর কোন ছবি পাই না। কিন্তু ফোল্ডার প্রোপারটিস এ শো করে 2.43GB ।
এরপর Win7 ফোল্ডারের 1.AHCI ফোল্ডারে ঢুকলে এইরকম দেখতে পাই।
তার উলটাপালটা ফাইল গুলা ডিলেট করতে গেলে মেমোরি কার্ড হ্যাং করে। তারপর আমি মেমরি কার্ড খুলে আবার লাগাই। আর লাগানোর পর 1.AHCI ফোল্ডারটা একটা অজানা ফাইল রুপে দেখতে পাই।
আমার হিডেন ফাইল অপশন গুলো আনমার্কডঃ
ছবিগুলো ফেরত পাওয়ার কী কোন উপায় আছে?
আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা কিছু ভাল, সবই চাই।
attrib -s -r -h -a /s /d এই কমান্ড টাও দিছিলাম কমান্ড প্রোমট এ। কাজ হয় না।