3G লাইসেন্স পাবার পর সেটার পরে পয়েন্ট দিয়ে সংখ্যার মান বাড়ানোর জন্যে একেকটা কোম্পানীর হিড়িক পড়ে যায়। কেউ 3G, কেউবা 3.5G আবার কেউ 3.9G (ভাবখানা এমন যে আর একটুর জন্যে 4G দিতে পারে নাই)।
3G মানে হল হল UMTS যার সর্বোচ্চ গতি 3.2mbps।
3.5G হল HSDPA/HSUPA যার সর্বোচ্চ গতি 14mbps।
আর 3.75G হল HSPA+, এর সর্বোচ্চ গতি 21mbps।
এখন প্যাকেজ দেখার পর হা হয়ে গেলাম, কোন কোম্পানীই 1mbps এর উপর স্পিড দিচ্ছে না। তার উপর ইন্টারনেটের দাম কমবে ভাবছিলাম, এখন দেখি সেটা তুলনামূলক হারে আরো বেড়েছে।
তবে কি দ্রুতগতির সাশ্রয়ী ইন্টারনেট মূলা ঝোলানো কারবার!!!!
অপারেটরদের কাছে প্রশ্ন, যে স্পিড আপনারা অফার করছেন তাতে তো 3G ই যথেষ্ট ছিল তবে এই "থ্রি" এর পর এত এত পয়েন্ট যোগ করে কি করলেন আপনারা?
আমি wanna_be। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই লিখছেন।। এই প্রতারনামূলক প্রচারের বিরুদ্ধে বেবস্তা নেওয়া উচিৎ।। দেশের পত্রিকা আর সংবাদ মাধ্যমের দৃষ্টিআকর্ষণ করানো উচিৎ।।