আমি Walton Primo F1 ব্যবহার করি। স্টক রম ব্যাক আপ নেয়ার জন্য আমার ClocksWorthMod Recovery.img Install করতে হবে এক ভাই বলল। কিন্তু আমি কি ভাবে CWM install দিব বুঝতে পারতেছি না। আমার CWM.img file নেট এ খুজে পাইনি। যে কয়টা লিন্ক পেয়েছিলাম সবই invalid. আমাকে একটু ব্যাপারটায় হেল্প করুন। খুব প্রয়োজন আমার এই মুহূর্তে। কারও কাছে CWM থাকলে, একটু শেয়ার করুন। খুব দরকার।
কোন সেট ব্রিক হয়ে গেলে কি তা কি করে ঠিক করব। Please একটু হেল্প করুন।
আমি ASHIK_SAJJAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাসের উপর জমে থাকা এক শিশির বিন্দু আমি। সবাই দেখে হাসে, যেমনটা আমি সবাইকে হাসাই। আসতে আসতে সময় বদলে যাচ্ছে। একদিন কাক ডাকা ভোরে আর ঐ ঘাসের উপর শিশির বিন্দু জমবে না। ঠিক আমিও হারিয়ে যাব চিরতরে। আর হয়ত হাসবে না কেও আমায় ভেবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। যা...
clockworkmod.img ata primo F1 ar jonno amr jana mote kau port kore nai….