আমি একানে নতুন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দ্রিস্তি তে দেখবেন এবং দয়া করে আমার উত্তর দিয়েন।
১)আমি পেরফেক্ট মানি একাউন্ট কুলেসি।একন আমি কিভাবে এক পারফেক্ট মানি থেকে আরেক পেরফেক্ট মানি একাউন্টে আমর বেলেঞ্চ ট্রান্সফার করব??
২) techtunes পোস্ট এ "এখানে ক্লিক কর" এর ভিতরে লিঙ্ক কিভাবে দেয়?
৩)আমার একটা মুভি ডাওনলড এর ব্লগ আছে।আমি ব্লগ থেকে কিভাবে .com করব বিস্তারিত বলবেন।
রেস্পন্সের আশায় রইলাম।
দন্নভাদ
আমি udashibalok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১) Perfect money কখনো ব্যবহার করিনি তবে, Send Money এই ধরনের একটি অপশন থাকার কথা।
২) আপনি যখন পোস্ট করবেন তখন যে লেখাটুকুতে লিঙ্ক যুক্ত করতে চান সেই লেখাটুকু সিলেক্ট করবেন। তারপর উপরের টুলস গুলোর মধ্যে দেখবেন “সেঁকল” মতন একটা আইকন আছে। যেখানে মাউস নিয়ে গেলে “insert link” লেখা দিবে। এতে ক্লিক করুন। তারপর URL এর জায়গায় যে লিঙ্কটি দিতে চান সেটি দিন। এবং Add Link এ ক্লিক করুন।
৩) আপনার যদি ব্লগারের সাইট হয় তাহলে আপনি খুব সহজেই একটি .com ডোমেইন কিনে ফ্রী হোস্ট করতে পারবেন। ডোমেইন নেওয়ার পর গুগল এর NS আপনার ডোমেইন এ সেটাপ করে নিতে হবে এবং বাকি কাজটুকু ব্লগার থেকে করতে হবে।
আরো বিস্তারিত বা কোন প্রশ্ন জানার দরকার হলে আসতে পারেন প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটিতেঃ helpfulhub.com