অনলাইনে আমরা যারা কাজ করি তাদের জন্য পে-প্যাল একটা খুব জরুরী বিষয়। দুঃখের বিষয়, এটা বাংলাদেশে কাজ করে না। তবে এর কিছু শর্টকাট আছে বলেই শুনেছি। ব্যক্তিগতভাবে পরীক্ষা করিনি। আজ একটা ওয়েবসাইটে গিয়ে (http://www.payws.com/how-it-works.php) দেখলাম পে-প্যাল থেকে কীভাবে বাংলাদেশ থেকে টাকা গ্রহণ/প্রেরণ করা যায়। কতখানি নির্ভরযোগ্য জানিনা। এই ওয়েবসাইটে দেয়া পদ্ধতি কিংবা অন্য কোন কার্যকর পদ্ধতির জন্য বিজ্ঞ টিউনারদের মন্তব্য আশা করছি।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার ও খুব সমস্যা এই পেপ্যাল নিয়ে।
দয়া করে বিজ্ঞ টিউনার রা এদিকে একটু মনযোগ দিন।