বাংলাদেশে পে-প্যাল সম্পর্কিত সাহায্য চাই

অনলাইনে আমরা যারা কাজ করি তাদের জন্য পে-প্যাল একটা খুব জরুরী বিষয়। দুঃখের বিষয়, এটা বাংলাদেশে কাজ করে না। তবে এর কিছু শর্টকাট আছে বলেই শুনেছি। ব্যক্তিগতভাবে পরীক্ষা করিনি। আজ একটা ওয়েবসাইটে গিয়ে (http://www.payws.com/how-it-works.php) দেখলাম পে-প্যাল থেকে কীভাবে বাংলাদেশ থেকে টাকা গ্রহণ/প্রেরণ করা যায়। কতখানি নির্ভরযোগ্য জানিনা। এই ওয়েবসাইটে দেয়া পদ্ধতি কিংবা অন্য কোন কার্যকর পদ্ধতির জন্য বিজ্ঞ টিউনারদের মন্তব্য আশা করছি।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার ও খুব সমস্যা এই পেপ্যাল নিয়ে।
দয়া করে বিজ্ঞ টিউনার রা এদিকে একটু মনযোগ দিন।

Level 0

ভাই এ ব্যপারে টেকটিউনসে সাহায্য চেয়ে কোন লাভ নেই। কারণ টেকটিউনসের সকল টিউনরারাই অন্যন্য সব বিষয়ে খুব Expert থাকলেও পেপাল সম্পর্কে সবাই অসহায়। তাই যদি না হত তাহলে এতদিনে কেউ না কেউ কোন সমাধান দিত। প্রোপার সমাধান না দিতে পরলেও পেপাল এর কোন ফাঁক ফোকর হয়ত দেখিয়ে দিতে পারতো কিন্তু দেখেছেন ভাই কেউ কোন মন্তব্য পর্যন্ত করতে পরেনি। এখানকার সবাই পারে শুধু কিভাবে হ্যাক কারা যায়, কিভাবে মডারেটরের চোখ ফাঁকি দিয়ে আইপি চেঞ্জ করা যায়, কিভাবে ফ্রী সফ্টওয়্যার ডাউনলেড কারা যায়, কিভাবে ফ্রী কল ফ্রী S M S
করা যায় যত সব আজগবি কান্ড কারখানা। কাজের কাজ কিছুই না। এখন বাংলাদেশে বসেই পেপাল একাউন্ট থেকে টাকা তুলুন, এধরনের টিউন এখন পর্যন্ত কেউ করতে পারল না।
ভাই উপরোক্ত কথাগুলো লিখলাম বর কষ্টে কারণ আমি নিজেই একই সমস্যায় আছি। যদিও আমি আন্য দেশ থেকে পেপল একাউন্ট ভেরিফাই কারার পায়তারা করতেছি এখনো সফল হইনি তাই আমিও আপনাকে এ বিষয়ে বেশী কিছূ বলতে পারছিনা। তবে আশা করছি কিছূদিনের মধ্যেই একটা রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট যাই হোক আপনাকে জানাবো এখন আবোল তাবোল কিছু বলতে পারছি না।
http://gsmbd24.blogspot.com/2010/03/about-gsmbd.html

Level 0

ভাই আমি একটি লিঙ্ক পেয়েছি ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন
https://paypalbd.com/
যদি আপনি সফল হন আমাকে জানাবেন