ভাই বিশাল সমস্যায় আছি প্লিজ সাহাজ্য করেন

আমার সিম্ফনি W65 এ চেইন ফায়ার ৩ডি সফটওয়ার ইন্সটল করছিলাম , সেট রিস্টারট নিল কিন্তু এখন অন হবার সময় শুধু সিম্ফনির লোগো এস বসে থাকে সেট অন হচ্ছে না, এখন এই অবস্থায় আমি কি করতে পারি প্লিজ আমাকে জানান , আর এই অবস্তায় সেট এর ইন্টারনাল মেমরি কি ফরমাট করা যাবে প্লিজ জানান।

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে আপনার সেটের ব্যাটারি খুলে আবার ব্যাটারি টি সেটে প্রবেশ করান । তারপর সেটের ভলিউম (+) বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন সেট চালু হবে কিন্তু তবুও বাটন গুলি ছাড়বেন না । এরপর একটি মেনু আসবে তখন বাটন গুলি ছেড়ে দিন । এই মেনুর নিচে গিয়ে দেখুন clear flash / hard reset / wipe data এই রকম কিছু লিখা আছে ওই অপশন টাতে চাপ দিন বা Ok করুন । এই সময় টাচ কাজ করবে না ভলিউম + এবং ভলিউম – বাটন উপরে নিচে উঠানামার কাজ করবে এবং পাওয়ার বাটন টি Ok করার কাজ করবে । তাই এখনি কাজ শুরু করে দিন । কি হল না হল আশা করি কমেন্টে জানাবেন ।

Level 0

ভাই এই রকম করেছি কিন্তু কোন কাজ হয় নাই এখন কি সেট কাস্টমার কেয়ারে নিয়ে যাব না অন্য কিছু করব