আস সালামু আলাইকুম ভাই যারা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইউজ করেন তারা একটু সাজেশন দেন। আমার কনফিগারেশন হচ্ছে
motherboard:gigabyte g41m combo
processor :Intel core2duo e6750
ram :4gb ddr3
কোন গ্রাফিক্স কার্ডটা আমার জন্য ভাল হবে। বাজেট ৫০০০ আপাতত আর সাথে পাওয়ার সাপ্লাই ইউনিট কোনটা নিব?? আর সারাউন্ড সাউন্ড সিস্টেম কোনটা ভালো??
টিউনার ভাইদের পরামর্শের অপেক্ষাই রইলাম।
আমি টেক_পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন কথা হবেনা টেক বাদে
আপনার মাদারবোর্ডের গ্রাফিক্স চিপ (Intel GMA X4500) যথেষ্ট উন্নত। তবুও যেহেতু আলাদা কার্ড কিনতে চাচ্ছেন সেহেতু বলি- ASUS এর কার্ড আমার নির্ভরযোগ্য মনে হয়। এর ড্রাইভার আপটেডও নিয়মিত। আপনি এই কার্ডটি বিবেচনা করতে পারেন। এর গ্রাফিক্স চিপটি দেখুন এখানে।