Techtunes এ আপনারা এক এক জন এক একটি অমূল্য রত্ন।কেউ hacker কেউ inginier কেও doctor কেউ বা বিজ্জানি আপনারা নিজেকে খুব সাধরন মনে করেন। কিন্তু আপনার যে কি তা বাংলাদেশ এ জানে। সেই জন্যই আমি আজ আমার সমস্যা মেটাবার জন্য help চাচ্ছি।
আমি একটি social ওয়েব সাইট খুলতে চাচ্ছি যাতে সবাই সদস্য হয়ে Techtunes এর মত Tune করতে পারবে।এবং একটি পাতাই অনেক Tune থাকবে। এবং পেজ এর number থাকবে।যেমন techtunes এ দেখবেন প্রত্যেকটি বিভাগ এর শেষে পেজ নাম্বার থাকে। এবং প্রত্যেক Tune এ লেখা থাকবে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন যদি social নাও হয় তবে personal website এ এই নিয়ন হলে আরও ভালোহয়। তাই এই সম্পর্কে আপ্নারা যদি help করেন তবে খুব খুশি হব।
আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই ধরনের সাইট মূলত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বানানো যায়। তাই এর জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস শিখতে হবে। আপনার কোন ধরনের হেল্প লাগবে? যাই হোক যে কোন হেল্প এর অন্য আসতে পারেন প্রশ্ন-উত্তর ভিত্তিক সাইটেঃ helpfulhub.com