পিসিতে fifa13 খেলতে পারছি না, কেউ পারলে হেল্প করুন।

প্রথমেই বলে নিচ্ছি, টিটিতে এটা আমার প্রথম টিউন, আর আমার জানামতে এখানে সবচেয়ে বেশী প্রযুক্তিপ্রেমীরা যাতায়াত করেন। প্রথম টিউনটি তাই সবার কাছে সাহায্য চেয়ে করছি। সমস্যাটা আমার পিসিতে ফিফা ১৩ গেম খেলা নিয়ে। আমি অনেক চেষ্টা করেও আমার পিসিতে গেমটি খেলতে পারছি না। প্রথম প্রথম গেমটি চলত, কিন্তু কিছুদিন পূর্বে আমি যখন কম্পিউটারে ফ্রী নেট চালাই এরপর থেকে আর গেমটি চলছে না। আমি কোর আই থ্রী এর পিসি ইউজ করি। গেম খেলার জন্য যে সফটওয়্যারগুলো লাগে তা পুনরায় ইন্সটল করার পরও খেলতে পারছি না (যেমন- dot net 4.0, vcredist 2008 & 2010 , direct x 10) । এরপর আমি আবার উইন্ডোজ সেটাপ দিয়ে আবার সফটওয়্যারগুলো ইন্সটল করি, কিন্তু কিছুতেই গেমটি ওপেন হচ্ছে না । গেমটি ওপেন করলে মাউসের কারসারটি কিছুক্ষণ busy দেখায় কিন্তু গেমের লোগোটিও আসে না, আর কোন কাজই হয় না, নেটে সার্চ দিয়ে অনেক খুঁজেছি কিন্তু সমাধান পাচ্ছি না, তাই শেষে টিটির শরণাপণ্ন হলাম। প্লীজ পারলে কেউ এর সমাধান দেন। উল্লেখ্য, Fifa13 i68Regenerator UL 3.2.0 ও ব্যবহার করেছি কিন্তু গেমটি চালু হচ্ছে না।

Level 0

আমি Afsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস