আমি বাংলাদেশী শিশু কিশোরদেরকে ভার্চুয়াল পদ্ধিতে পড়াশোনা করাতে চাই । তাই ভিডিও তৈরী করে তা ইউটিউবে আপলোড করতে চাই।কিন্তু সমস্যা হচ্ছে ভিডিও রেকর্ডিং এ।ভিডিও রেকর্ডিং করার সময় বেকগ্রাউন্ড সাউন্ড ও রেকর্ডিং হয়।আমি ভিডিও রেকর্ডিং এর জন্যে camtasia studio8 ব্যবহার করি।কিভাবে বেকগ্রাউন্ড সাউন্ড ছাড়া শুধু ভয়েস রেকর্ডিং করবো।প্রফেশনাল ভিডিওগুলোতে ভয়েস অনেক সুন্দর লাগে।যদিও আমার ভয়েসটা এত সুন্দর না।কিভাবে এরকম মিস্টি ভয়েস দিয়ে পূর্ণাঙ্গ ভিডিও তৈরী করবো।আমি কিছু ভিডিও তৈরী করে তা ইউটিউবে আপলোড করছি।আশা করি ভিডিওগুলো দেখে গঠনমূলক মন্তব্য করবেন এবং কিভাবে আরো ডেভলোপ করা যায় আইডিয়া দিয়ে সাহায্য করবেন।
ইউটিউব লিংক এখানে ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্য :আমি ভিডিও রেকর্ডিং এর জন্যে ব্যবহার করেছি…..
১.ল্যাবটব
২.হেডফোন-Logitec
৩.মাউস
৪.কিবোর্ড
আমি ওয়ালিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরো নাম মো:ওয়ালিফ হোসেন।পড়াশোনা:কম্পিউটার সায়েন্স এন্ড ইনজিনিয়ারিং এ এখনো অধ্যয়ন করছি।ভাল লাগা: ভাল লাগা থেকে যেকোন জিনিসের প্রতি ভালবাসার সৃষ্টি।একজন শৌখিন মানুষ হিসাবে যা যা শখ ছিল সবিই পূরন করার চেষ্টা করেছি এবং একনও করছি।শখের বিষয়গুলোর মধ্যে ছিল-বই পড়া ও বই কিনা,পাখি পালা,বাগান করা,একুরিয়ামে মাছ পুষা, গেম খেলা,কার্টুন দেখা ও...
Youtube এ না করে mediafire এ করেন।