ওয়ার্ডপ্রেসে থিম আপলোড/ইন্সটল দেয়ার কোনও অপশন পাচ্ছি না…হেল্প প্লীজ

আসসালামুআলাইকুম । একটা প্রবলেম নিয়ে টেকির ভাইয়াদের কাছে সমাধান চাচ্ছি । ওয়ার্ডপ্রেসে নতুন রেজিস্ট্রেশান করলাম । তারপর বিভিন্ন পেজ এর টিউটোরিয়াল অনুযায়ী প্রথমে পোস্ট, পেজ অ্যাড এইগুলা করলাম । তারপর এখন থিম এর দিকে গেলাম । ওয়ার্ডপ্রেস এর ফ্রী থিম গুলা তো চরম মার্কা মারা :@ । আর যেইগুলা ভালোলাগে প্রায় সবই প্রিমিয়াম । বিভন্ন জায়গায় থিম নিয়ে খুঁজাখুঁজি করে শুধু এইগুলা পেলাম......ড্যাশবোর্ডে প্রবেশের পর প্যানেলের বাম দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে অ্যাপিয়ারেন্স (Appearance) নামক অপশন । তারপর (Theme) অপশন, সেখানে Manage Theme, Install Themes । কিন্তু আমার কথা হল "Install Themes" এই অপশন ই তো পাইলাম না ।

তাইলে কিভাবে থিম ইন্সটল/আপলোড দিব ??? টেকির ভাইয়ারা প্লীজ একটু হেল্প করেন । কিভাবে কি করব...? কয়েকটা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল বইও ডাউনলোড করলাম । এইসবের কিছুই তো পেলাম না :'( । হেল্প পিলিজ...

Level 2

আমি অচেনা কণ্ঠ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে আর কি বলব, খুব চুপচাপ থাকা স্বভাব । ছোটবেলা থেকেই এরকম । সারাদিন ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনতে কোন প্রবলেম নেই । তবে সারাদিন যদি কেউ পড়াশুনা করার কথা বলে নানারকম অজুহাত মাথায় চলে আসে...:p :) । এত্ত পড়াশুনা করে হবে টা কি...??? ধুর ভাল্লাগে না । পরিবারের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আপনি ওয়ার্ডপ্রেস এর সাইট থেকে ফ্রী ব্লগ খুলেছেন? তাহলে তো বাইরের কোন থিম আপলোড/ইন্সটল করতে পারবেন না। এটা সাপোর্ট করে না। তবে, আলাদা হোস্টিং নিয়ে সাইট খুলে সেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করলে তখন এই সুযোগ পাবেন।

প্রশ্ন-উত্তর ভিত্তিক সাইটঃ helpfulhub.com