.com.bd ডোমেন সম্পর্কে কিছু জানতে চাই

আমার একটা .com.bd ডোমেন প্রয়োজন । গতকাল আমি btcl.gov.bd তে দেখলাম আমি যদি কোনো firm এর অধীনে ডোমেন রেজিস্ট্রেশন করি, এবং যদি firm টা বন্ধ হয়ে যায় কিংবা আমি সেই firm এর অধীনে renew না করে অন্য কোনো firm এর অধীনে renew করতে চাই (মানে ডোমেন ট্রান্সফার)। তাহলে আমি আমার ডোমেনটা হারাতে পারি। এরকমই লেখা আছে।

এর অর্থ হচ্ছে, ডোমেনের মালিক আমি থাকবো না। সেই ডোমেনের মালিক হবে সেই firm.
আমার প্রশ্ন হচ্ছে, ফুল কন্ট্রল নিজের কাছে রেখে কিভাবে ডোমেন রেজিস্ট্রেশন করব?

যদি কেউ এ বাপারে আমাকে সাহায্য করতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব।

Level 0

আমি Alex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস