সাহায্য চাই (কিভাবে ওয়াইফাই রেঞ্জ বাড়ানো যায়?)

টেকটিউন বন্ধুরা আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি অফিসে ডেক্সটপ পিসিতে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন ব্যাবহার করি। কিছুদিন আগে “আপনার ল্যাপটপকে হটস্পট হিসাবে ব্যবহার করুন” এমন এটা টিউন পড়লাম। তারপর আমি অন্য একজনের ল্যাপটপ দিয়ে টিউন অনুযায়ী  ভারচুয়াল রাউটার দিয়ে পরীক্ষা করলাম, বেশ ভাল কাজ হল। ঠিক তখনি মাথায় একটা খেয়াল আসল, আমি একটা ওয়াইফাই এডাপটার আনলাম এবং আমার পিসিতে সেট করলাম, আমার পিসিতে ভারচুয়াল রাউটার কনফিগার করে স্টার্ট করলাম এবং  অফিসের অন্যান্য ল্যাপটপ গুলোতে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন শেয়ার করতে পারলাম। এতক্ষন আমি আমার একটি সফল কাজের কথা বললাম যা আমি টেকটিউন বন্ধুদের কাছ থেকে শিখেছি। আমি এখন আপানদের কাছে আরেকটা বিষয়ে জানতে চাই সেটা হল: আমি অফিসের ব্রডব্যান্ড লাইনটা ওয়াইফাই দিয়ে বাসায় ব্যবহার করতে চাই। অফিস থেকে আমার বাসা প্রায় 1 কিলোমিটার দুরে কিন্তু আমি যে ওয়াইফাই এডাপটার কিনেছি সেটা দিয়ে সর্বোচ্চ 30 মিটার দুরে ভালো ভাবে ট্রান্সফার করা যায় এরপরে হয় না। গুগলে অনেক খুজলাম কিভাবে রেঞ্জ বাড়ানো যায়? সেখানে অনেক টিপস্‌ আছে কিন্তু ঠিক ভাল করে বুঝি না। তাই এই বিষয়ে আমি আপনাদের  সাহায্য চাই।

আমি যে ওয়াইফাই এডাপটার কিনেছি সেটা হল TL-WN722NC

Level 0

আমি Ratan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসাইলেন আমারে!!!! হেহেহেহে…… ১.৫ কিঃ মিঃ??? ভাই আপনাকে মোবাইল কোম্পানি বা WIMAX company এর মত BTS tower set করতে হবে আপনার অফিসের ছাদে। হেহেহে 😛

টাকা থাকলে সবকিছুই হয় । এটা দেখেন

http://www.tp-link.us/support/calculator/

Level 0

lolz…..wifi er range 1.5 kilometer korte chan? ha ha ha………

Level 0

ধন্যবাদ অর্জন ভাই। আপনার দেওয়া লিংকটা আমি দেখলাম। অনেক কিছু জানার আছে এখানে।

idb te jogajog koren,,,tader kase high gain kisu raouter thake…segular dam 22 hazar takar moto pore …distance bohut,,shuduhu 1.5 kilo na 15 km porjonto netwrk pai