পেন ড্রাইভে সব ফাইল শর্টকাট হয়ে যাচ্ছে। সমাধান কী ইম্পসিবল???

Normal
0

false
false
false

EN-US
X-NONE
BN-BD

টেকটিউনস এর ডাক্তারবৃন্দ, আশা করি সবাই ভাল আছেন।

কিন্তু আমি ভাল নেই। বুঝতেই পারছেন সমস্যায় পড়েছি। আমার মনেহয় কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। গতকাল এক বন্ধুর কাছে থেকে পেন ড্রাইভে করে মুভি এনেছিলাম। পেন ড্রাইভে ঢুকে দেখি সব ফাইল শর্টকাট দেখাচ্ছে। আমি অতকিছু বুঝি না। ফরম্যাট করে দিয়েছিলাম। ঘটনা এখানেই শেষ নয়। এখন আমার ল্যাপটপ থেকে পেন ড্রাইভে কিছু নিলেই সেটা শর্টকাট দেখাচ্ছে। পেন ড্রাইভ ফরম্যাট দিয়ে দেখলাম পেন ড্রাইভের আর সমস্যা নেই। সমস্যা বাসা বানিয়েছে আমার সাধের ল্যাপটপে। প্লীজ সাহায্যের হাত বাড়ান, নইলে আমি শেষ।

Level 0

আমি masudhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার ফ্রেন্ডের পেন ড্রাইভে fofo নামে ভাইরাস আছে। unlocker(32bit)/lock hunter(64bit) দিয়ে ডিলেট করে দেন ঠিক হয়ে যাবে. নরমাল ডিলেট করলে যাবে না।

আমি ও একি সমস্যায় জর্জরিত, Malwarebytes Anti-Malware Pro Install করেছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। কেউ সমস্যার সমাধান জানলে জানান Plz…

আপনি Hiren’s সিডি বাবহার করতে পারেন লাইভ এক্সপি ওপেন করে, এটা অনেক ইজি প্রসেস।
আর তা ছাড়া আরও অনাক উপায় আছে গুগল এ সার্চ দিলে পাবেন।

Level 0

https://www.techtunes.io/antivirus/tune-id/223922 এই লিংকে সমাধান আগেই একজন দিয়ে রেখেছেন, তাই নতুন করে আর কিছু বলা নেই।

Level 0

অনেক এন্টি ভাইরাস fofo.vbe কে ভাইরাস হিসেবে চিহ্নিত করে না। তবে এভাস্ট করে। এভাস্ট ফ্রেশ ইন্সটল দিয়ে আপডেটেড ডাটাবেস দিয়ে একটি বুট টাইম স্ক্যান করুন। পিসির সমস্ত আবর্জনা, ভাইরাস নিট এন্ড ক্লিন হয়ে যাবে। শর্টকাট লিন্ক দূর করা এবং হিডেন হয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধারের জন্য এই ফর্মুলা অনুসরণ করুন। এটা fofo.vbe ভাইরাসটি পিসিতে না থাকলে পেনড্রাইভ থেকে ভাইরাসও দূর করে তাৎক্ষণিকভাবেই মুক্তি দেবে। কিন্তু পিসি আক্রান্ত হয়ে গেলে পেন ড্রাইভ থেকে দূর করলেও বারবার পিসি থেকে পেন ড্রাইভে ভাইরাসটি জায়গা করে নেবে। তারপরেও দেখুন:
After plug in your virus affected drive,
just press Win key + R to open Run box and type “cmd” and press Enter key (Without double quotes).
In the opened command prompt,
open your drive by enter your drive letter as shown in the below figure.
For example, if your drive letter is enter g: and press Enter.
(To find your drive letter just open “My Computer” and check your drive icon)
Now type “del *.lnk” and hit Enter.(without double quotes)
Finally type the below command and hit Enter. (without double quotes)
“attrib -s -r -h *.* /s /d /l”

Level New

শর্টকাট ভাইরাসের কার্যকরী সমাধান দেখুন এখানেঃ helpfulhub.com/4053

Level 0

Avast free version install kore scan korar por fofo virus ti dur hoyeche. thanks all.