Normal
0
false
false
false
EN-US
X-NONE
BN-BD
টেকটিউনস এর ডাক্তারবৃন্দ, আশা করি সবাই ভাল আছেন।
কিন্তু আমি ভাল নেই। বুঝতেই পারছেন সমস্যায় পড়েছি। আমার মনেহয় কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। গতকাল এক বন্ধুর কাছে থেকে পেন ড্রাইভে করে মুভি এনেছিলাম। পেন ড্রাইভে ঢুকে দেখি সব ফাইল শর্টকাট দেখাচ্ছে। আমি অতকিছু বুঝি না। ফরম্যাট করে দিয়েছিলাম। ঘটনা এখানেই শেষ নয়। এখন আমার ল্যাপটপ থেকে পেন ড্রাইভে কিছু নিলেই সেটা শর্টকাট দেখাচ্ছে। পেন ড্রাইভ ফরম্যাট দিয়ে দেখলাম পেন ড্রাইভের আর সমস্যা নেই। সমস্যা বাসা বানিয়েছে আমার সাধের ল্যাপটপে। প্লীজ সাহায্যের হাত বাড়ান, নইলে আমি শেষ।
আমি masudhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ফ্রেন্ডের পেন ড্রাইভে fofo নামে ভাইরাস আছে। unlocker(32bit)/lock hunter(64bit) দিয়ে ডিলেট করে দেন ঠিক হয়ে যাবে. নরমাল ডিলেট করলে যাবে না।