ল্যাপটপ গুরুরা একটু হেল্পান, একটি ল্যাপটপ কিনবো… পরামর্শ দিন…

হয় হয় করে হচ্ছিলনা আমার ল্যাপটপ কেনা, ইনশাল্লহ অবশেষে কিনতে যাচ্ছি শখের ল্যাপটপ। আপনারা পরামর্শ দিনঃ



আমার বাজেট খুব বেশি একটা না, 
মাত্র ৪০,০০০ টাকা
এই টাকায় আমাকে একটি ল্যাপটপ কিনতে হবে

আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে CSE পড়ি। বর্তমানে ২য় বর্ষে উঠেছি।
বাসায় ডেস্কটপ আছে। গ্রাফিক্স কার্ড লাগবে না,  ৩য় প্রজন্মের কোর আই৩, ৪জিবি র‍্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক হলেই হবে।

কোন ব্র্যান্ড ভালো হবে, মডেল কোনটা ভালো হবে ?
কোন ব্র্যান্ড বর্জন করব ?

Gigabyte, Samsung কেমন ?

আমি প্রোগ্রামিং, মুভি দেখা, PES13, ফটোশপ, ড্রিমওয়েভার এর কাজ করব। 

ল্যাপটপ ব্যবহারকারিরা জানান কোনটি কিনবো, কোথায় থেকে কিনবো ?

পাশাপাশি একটি ওয়ারলেস মাউস কিনবো , কোনটি ভালো হবে? ৫০০-১০০০ টাকার মধ্যে।

ল্যাপটপ সম্পর্কিত একটি মেগা টিউন লিখছি, ইনশাল্লাহ, কাল পোস্ট করব।

Level 0

আমি গাং চিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছি University Of Information Technology And Sciences (UITS) এ। আপাতত কিছুই পারিনা। তবে চেষ্টা করছি শিখতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস