Samsung Grand নিয়ে সমস্যায় পরেছি . . . .

সবাইকে কাঁশ ফুলের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন।

আমি কিছু সমস্যা তে পরেছে। আশা করছি আমাকে সাহায্য করবেন।

আমি Samsung Grand ব্যবহার করছি। সফটওয়্যার আর গেমসের প্রতি আমার দারুন আগ্রহ। সমস্যা হল আমি কোন সফটওয়্যার / গেমস ইনস্টল করেলে সেগুলো ফোন মেমোরীতে সেভ হচ্ছে। যার ফলে আমার ফোন মেমোরী কমে যাচ্ছে দ্রুত। আমার ফোনে 8 GB মেমোরী কার্ড আছে। আমি চাই আমি যাই কিছু ইনস্টল করি, তা যেন মোমরী কার্ডে ইনস্টল হয়। ফোনটা ইদানিং slow হয়ে গিয়েছে।

দয়া করে সাহায্য করেন . . . . .

Level 0

আমি Nayan2K। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Android Assistant ডাউনলোড করে SD কার্ডে এপস গুলি মুভ করুন … এবং সাথে ডাউনলোড লিংক : http://m.ulozto.net/xS4Ha1s/android-assistant-18-features-v5-0-adfree-apk

আপনি যদি এক্সটার্নাল মেমোরি কার্ডে অ্যাপ ইন্সটল করতে চান, তাহলে আপনাকে মেমোরি কার্ডকে পার্টিশন করে নিতে হবে। এর জন্য যা করতে হবেঃ
১) প্রথমেই আপনার ফোনকে রুট করে নিতে হবে।
২) আপনার মেমোরি কার্ড পিসিতে লাগিয়ে MiniTool Partition Wizard দিয়ে একটা পার্টিশন তৈরি করতে হবে।
৩) মেমোরি কার্ডটিকে এবার আপনার ফোনে লাগান।
৪) Play Store থেকে Link2SD অ্যাপটি নামিয়ে ইন্সটল করুন।
৫) Link2SD ওপেন করে অ্যাপগুলোকে মুভ করে নিন।
আমি আপনাকে general info দিলাম। বিস্তারিত জানতে how to increase internal memory of android phone লিখে গুগল করেন, আশা করছি সমাধান পেয়ে যাবেন (আমি সমাধান পেয়েছি, কাজেই আপনিও পাবেন)।