ব্লগ , ফেসবুক সবখানেই মন্তব্য একটা বড় বিষয় । সময়মত মন্তব্যের উত্তর দেয়া অন্যদের সাথে সম্পর্ককে অনেক জোরালো করে ,সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন । টেকটিউনসে এসে এই মন্তব্য ব্যবস্থপনা নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি । বিশেষ করে কে কোথায় কখন মন্তব্য করছেন সেটা - যদিও আমার টিউন মাত্র দুইটা ! তাইলে যারা অনেক জনপ্রিয় তাদের কেমন অবস্থা সহজেই অনুমেয় 🙁
টেকটিউনস চাইলেই প্লাগ-ইন লাগিয়ে মন্তব্যের জন্য একটা উইজেট লাগিয়ে ফেলতে পারে । কিন্তু ব্যক্তিগতভাবে আমি তা চাইনা । কারণ টেকটিউনস ওয়ার্ডপ্রেসভিত্তিক একটা ব্লগিং প্লাটফরম আর উইজেট লাগানো মানে টেকটিউনস কে আরেকটু ধীরগতির করে দেয়া । এর কোন মানে হয়না । বরং আগে থেকেই থাকা সুবিধাকে কাজে লাগানো যেতে পারে ।
● পরামর্শ ১ - টেকটিউনসের ড্যাশবোর্ড যা টিউনারপ্যানেল নামে পরিচিত সেখানে Quick Press টা বাদ দিয়ে কমেন্টের উইজেটটা লাগিয়ে নেয়া যেতে পারে । তাহলে টিউনারপ্যানেলে ঢুকেই কমেন্টগুলো বোঝা যাবে । আর এমনিতেও Quick Press এর কোন ব্যবহার আমি দেখি না । তার উপর এটা অনেকের সমস্যারও কারণ ! যারা নতুন আসেন তারা ভাবেন এইখানেই লিখে পাবলিশ করা যাবে - কিন্তু অবাক হয়ে যান যখন দেখেন তা পাবলিশ না হয়ে ড্রাফট হয়ে যাচ্ছে !
● পরামর্শ ২ - টিউনারপ্যানেলের বাম দিকের নেভিগেশন প্যানেলে Comments নামে একটা অপশন আছে যা মন্তব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সবরকম সুবিধা দেয় ( ওয়ার্ডপ্রেসে লিখার সময় এইটাই ব্যবহার করি ) । কিন্তু সমস্যা হল ডিফাল্টভাবে এখানে সব টিউনারের সকল কমেন্ট দেখায় - তারচেয়ে On My Tune নামে নিজের টিউনে কমেন্টের যে ফিল্টার আছে সেটা ডিফাল্ট থাকলে ভালো হত । তাহলে আর দুইবার ক্লিক করারও দরকার হত না ; টেকটিউনসের মূল্যবান প্রসেসিং টাইমও ইউটিলাইজড হত ।
● পরামর্শ ৩ - Posts মেন্যুর আন্ডারে যে Add New মেন্যুটা আছে সেটার ব্যবহার নতুন ব্যবহারকারীর জন্য কষ্টের ! ( যদিও এটাই বেশী দরকারী ! ) । এটাকে বাংলা করে " টিউন লিখুন " বা " নতুন টিউন " করলে এক দেখায় যে কেউ বুঝতে পারবে ।
আশাকরি টেকটিউনসের ট্যাকনিক্যাল প্যানেল এ ব্যাপারে সুচিন্তিত ব্যবস্থা নিবেন ।
আমি জামাল উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পরামর্শগুলো আমরা ভেবে দেখব …… আপনাকে অনেক ধন্যবাদ!